Midnapore Ramkrishna Mission student in Madhyamik Result 2023 merit list! Viresh, Varnamoy and Sagnik are in 10th place.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এবার মাধ্যমিকেত মেধা তালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছে মোট ১১৮ জন পরীক্ষার্থী। একইসঙ্গে প্রতিবারের মতো এবারও ভাল ফল করেছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। এবার সেরা দশে মেদিনীপির রামকৃষ্ণ মিশনের মোট ৩ জন রয়েছে। সকলেই দশম স্থান দখল করেছে। এরা হল যথাক্রমে বীরেশ ঘোষ, বর্ণময় বারিকও সাগ্নিক রায় । এদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৩।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বর্নময় জানায়, ” বিজ্ঞান বিষয়ে পড়ে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।” অবসর সময়ে বর্ণময় ছবি আঁকতে ভালোবাসে। কিন্তু প্রতিদিন বিকেল হলেই সে ফুটবল খেলতো।বাবা বনমালী বারিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মা বর্নালী বারিক সহ স্কুলের শিক্ষক ও আত্মীয়স্বজন তাঁর এই নজরকাড়া সাফল্যে খুশি। বীরেশ মেদিনীপুরের পালবাড়ির বাসিন্দা। সে জানায়, “তাঁর প্রিয় বিষয় পদার্থবিদ্যা। বাবা গৌতম কুমার ঘোষ, পেশায় শিক্ষক। মা পম্পা ঘোষ গৃহবধূ।
Madhyamik Result 2023
আরও পড়ুন : মাধ্যমিকে চতুর্থ পূর্ব মেদিনীপুরের তুহিন! রাজ্যে সেরা দশে জেলার ১৩ পড়ুয়া
অবসর সময়ে সুইমিং ও ছবি আঁকতে ভালোবাসে বীরেশ। ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো করে অধ্যাপনা করতে চায় সে। সাগ্নিক মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটের বাসিন্দা। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৩। সে জানায়, ‘শিক্ষকের কাছে পড়ার থেকে বেশীরভাগ সময়ই সেল্ফ স্টাডি করতাম। বাবা সুশোভন রায় সরকারি কর্মচারী, মা সুজাতা রায় গৃহবধূ । অবসর সময়ে ছবি আঁকতে ভালোবাসে সে। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সাগ্নিক।
আরও পড়ুন : একজন পঞ্চম, সপ্তম ২ জন, দশম ১জন! মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে মেদিনীপুর সারদা বিদ্যামন্দিরের ৪ পড়ুয়া
আরও পড়ুন : মাধ্যমিকে রাজ্যে পঞ্চম মেদিনীপুরের সুপ্রভ, প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Madhyamik Result 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper