পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের সোমবারের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৩জন।মেদিনীপুর শহরে (অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আর) মোট ১৯ জন। শহরের রাজাবাজার,হেড পোস্ট অফিস রোড,বটতলাচক, বড়আস্তানা সহ বিভিন্ন এলাকায় করোনা রোগীর হদিশ মেলে বলে জানা যায়। এছাড়াও ক্ষুদিরামনগর, ভীমচক, কোতবাজার, মির্জাবাজার, হাতারমাঠ , হোসনাবাদ সহ শহরতলির পাঁচখুরি সহ বিভিন্ন এলাকায় মোট ১৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। Midnapore Covid, Midnapore Covid, coronavirus in medinipur, biplabi sabyasachi news, latest bengali news
আরও পড়ুন- অ্যাম্বুলেন্স আসতে দেরি ,হলদিয়া হাসপাতালের বেডেই মৃত্যু করোনা রোগীর
অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় ১২৩ জনের করোন রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। এর মধ্যে গড়বেতায় রয়েছে ১৫ টি পজিটিভ কেস।তাঁরা গড়বেতার পায়রাউড়া(আমলাগোড়া), আগ্রা, শ্যামনগর, কেশিয়াড়ী, সোনাকড়া,লুধাশুলি,ধাবানি, বগড়িডিহি (মঙ্গলপুর) এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। চন্দ্রকোনা ১ ব্লকের মনগ্রল, রামজীবনপুর (ওয়ার্ড নং১০), কালিকাপুর, ক্ষীরপাইয়ের ৩ নম্বর ওয়ার্ড সহ গোপালপুর-ডিঙ্গাল (কামারবেড়িয়া) মোট ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।কেশপুরের ইচ্ছাইপুর ও বেলারয়া গ্রামের দুই যুবক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ঘাটাল পুরসভার কোন্নগর,কুশপাতা এলাকায় মোট ৪ জন আক্রান্ত হন। দাসপুরের বড়শিমুলিয়া,কিশোরপুর, মজলিশপুর,রাধাকৃষ্ণপুর,লাউডা (একই পরিবারের ৩ জন), রাধানগর(সরবেড়িয়া) সৌলান, নুনিয়াগোড়া সহ বিভিন্ন এলাকায় মোট ১৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চন্দ্রকোণার মিত্রসেন এলাকায় একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ডেবরায় ১১ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। তাঁরা লোয়াদা, দলপতিপুর, আলিশগড়,মানখন্ড,বাড়ুনিয়া,হরিহরপুর,ভোগপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। পিংলার মঙ্গলপুর সহ বিভিন্ন এলাকায় মোট ৩ জন সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। সবংয়ের কাটিনা,বিকলবাড়,নিশ্চিন্ত খগড়াগেড়িয়া, কালিদহছড়া এলাকায় ৪ করোনা আক্রান্তের হদিশ মেলে। শালবনীতে ও.সি.এল এক কর্মরত ব্যক্তির (৩৭)করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও কেশপুরে বেশকয়েকজন আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
1 comment
[…] আরও পড়ুন- মেদিনীপুর শহরে সংক্রমণ কমে ১৯, ডেবরা ও… […]
Comments are closed.