বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একদিকে যখন বৃক্ষরোপণের কাজে ব্যস্ত বনদপ্তরের কর্মীরা, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে একদল গ্রামবাসী কেটে ফেলছে গাছ। খবর পেয়ে অভিযান চালালো বনদপ্তর। বন কর্মীদের দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। বাজেয়াপ্ত করে বেশ কিছু কাটা গাছ। ঘটনাটি মেদিনীপুর রেঞ্জের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের তালডাঙ্গা এলাকায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার কিছু মানুষজন কয়েক দিন ধরেই আকাশমনি গাছ কেটে নিচ্ছিল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
অভিযোগ পেয়ে শনিবার দুপুরে অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা। তাদের দেখে কাটা গাছ ফেলে রেখে জঙ্গলের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। সেই গাছগুলি বাজেয়াপ্ত করে নিয়ে আসেন বনকর্মীরা। গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী জানিয়েছেন, ৬০টি গাছ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
Midnapore Forest
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
অন্যদিকে বনকর্মীদের মধ্যে সৃষ্টি হওয়া ক্ষোভ নিরসনের জন্য আলোচনায় বসলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন (অরণ্য শাখা)-র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। শনিবার মেদিনীপুর শহরের ফেডারেশন হলে ওই আলোচনা সভা হয়। যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। জানা গিয়েছে, মূলত অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, কাজের স্থায়িত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দাবি করে এলেও কোন সুরাহা হয়নি। পাশাপাশি দশ টাকা বেতনে দিনরাত কাজ করে যাওয়া বনসহায়কদের বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং দেওয়ায় খুব সৃষ্টি হয়েছে।
বেতন বৃদ্ধি, কাজের স্থায়িত্ব এবং বাড়ির কাছাকাছি পোস্টিং-এর জন্য সংগঠনেও দাবি করে এসেছে তারা। তারপরও কোন সুরাহা না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় মাঝি বলেন, “বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে নানা ক্ষোভ ছিল। তা জানার জন্যই এই আলোচনা সভা। তাদের বক্তব্য আমরা লিখিত আকারে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো সেই দাবিগুলো যাতে পূরণ করা হয়। বন সহায়ক এবং অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, ছুটি এবং কাজের ক্ষেত্রে যাতে হয়রানি না হতে হয় সেই দাবিটিও আমরা জানাবো।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Forest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper