Home » মেদিনীপুর শহরে একটানা ৭ দিন লকডাউন নিয়ে পুর বৈঠকে আলোচনা, বল জেলাশাসকের কোর্টে

মেদিনীপুর শহরে একটানা ৭ দিন লকডাউন নিয়ে পুর বৈঠকে আলোচনা, বল জেলাশাসকের কোর্টে

by Biplabi Sabyasachi
0 comments

medinipur, medinipur news, mednipur coronavirus news, latest bengali news, purba medinipur news, jhargram news

পত্রিকা প্রতিনিধি: শহরে করোনা সংক্রমণের হার যেভাবে বাড়ছে তাতে বিভিন্ন মহল থেকে শহরে টানা কয়েকদিন লকডাউনের দাবি উঠেছে । মঙ্গলবার পুরসভার মিটিংয়ে এই মর্মে প্রস্তাব পেশ হয় । প্রস্তাব পেশ করেন সদ্য নিযুক্ত প্রশাসক তথা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী । তাঁর যুক্তি শহরে যে হারে করোনা সংক্রমণের হার বাড়ছে তাতে শহরের বহু মানুষ চাইছেন করোনা থেকে কিছুটা পরিত্রাণ পেতে টানা কয়েক দিন লক ডাউন হোক ।এ ক্ষেত্রে তাঁর প্রস্তাব ছিল দৈনন্দিন প্রয়োজনীয় কেনাকাটার সময় বাদ দিয়ে টানা সাতদিন সকাল ১০ টা থেকে রাত ১২ টা পর্যন্ত লকডাউন হোক। দেখতে হবে সেই সাত দিনে কোনও গুরুত্বপূর্ণ দিন বা উত্সব রয়েছে কি না আগামী মাসের প্রথম সপ্তাহ বাদ দিয়ে যে কোনও সাত দিন লক ডাউন করা যেতে পারে বোর্ড মিটিংয়ে এই প্রস্তাব দিয়ে সদর্থক আলোচনা হয়েছে বলে খবর ।

আরও পড়ুন- রেকর্ড সংক্রমণ মেদিনীপুর শহর ও শহরতলিতে, মঙ্গলবারের রিপোর্টে করোনায় আক্রান্ত ৪০ জন

তবে সম্পূর্ণ সিদ্ধান্ত বার দিনক্ষণ ঠিক হবে বা দুই হবে কি না তা জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে বলে মিটিংয়ে আলোচনা হয়েছে। এ দিন নির্মাল্য বাবু আরও কয়েকটি প্রস্তাব দেন যা মিটিংয়ে গৃহীত হয়েছে । প্রতিটি ওয়ার্ড থেকে আবর্জনা ফেলার জন্য গাড়ির সংখ্যা অত্যন্ত কম। সময় মতো আবর্জনা পরিষ্কারের জন্য ২৭ টি হাইড্রোলিক ময়লা ফেলার গাড়ি কেনার প্রস্তাব গৃহীত হয়েছে ।শহরের বিভিন্ন রাস্তার ত্রিফলা বাতি গুলির অনকেগুলিই খারাপ হয়ে গিয়েছে। দ্রুততার সঙ্গে সেগুলিও সারাই করার প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট , ওভার ব্রীজের উপর যে লাইট গুলি খারাপ হয়ে রয়েছে পুজোর আগে সেগুলো সারাই করা ।আমরুত প্রকল্পে জলের পাইপ লাইন বসাতে গিয়ে শহরের অনেক রাস্তার অবস্থা বেহাল হয়ে গিয়েছে সাধারণের চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে দ্রুততার সঙ্গে সেই রাস্তা সারাই করার প্রস্তাবও পাশ হয়। প্রশাসকদের চেয়ারম্যান তথা মেদিনীপুরের মহকুমাশাসক দীননারায়ন ঘোষ বলেন , “শহরবাসীর সুবিধা ও দাবি মতো অনেক কিছু বিষয়ে প্রস্তাব গৃহীত হয়েছে। তবে টানা ৭ দিন লকডাউনের বিষয়ে জেলাশাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নেবেন।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.