পত্রিকা প্রতিনিধি : রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট (১২ জুলাই) পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনায় আক্রান্ত ১৬। এরমধ্যে দাঁতন ১ ব্লকের ২ জন, দাঁতন ২ ব্লকের ২ জন, ডেবরার ১ জন, খড়গপুরের ৩ জন, নারায়নগড়ের ২জন ও শহরে ১ জন আক্রান্তের হদিস মেলে । শহরে ফের করণায় আক্রান্ত হলেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগে পাঠরত এক চিকিৎসক ।জানা যায় তিনি (৩৫) হাওড়ার আন্দুলের বাসিন্দা । সম্প্রতি ওই চিকিৎসক রেড জোন হাওড়াতে নিজের বাড়ি গিয়েছিলেন । গত বৃহস্পতিবার নাগাদ তার শরীরে করোনার উপসর্গ দেখা যায় ।তার পরেই ওই চিকিৎসকের লালারসের নমুনা সংগ্রহ করা হয় করোনা পরীক্ষার জন্য । রবিবার সন্ধ্যা নাগাদ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে । মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু জানান , ” বৃহস্পতিবার সার্জারি বিভাগের এক চিকিৎসকের শরীরে করোনার উপসর্গ দেখা মেলায় , তার করোনা পরীক্ষা করানো হয় ।এরমধ্যে তাকে কারুর সংস্পর্শে আসতে দেওয়া হয়নি ।তবুও বৃহস্পতিবার ওই চিকিৎসক ডিউটিতে যোগ দেওয়ার পরে ওই চিকিৎসক কার কার সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে । ওই বিভাগে কর্মরত বাকি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ও রোগীদের চিহ্নিত করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।” হাসপাতাল সূত্রের খবর ওই চিকিৎসক হোস্টেলের যে রুমে থাকতেন সেই রুম স্যানিটাইজ করা হয়েছে ।বর্তমানে ওই চিকিৎসক কে হাওড়ার নিজস্ব বাড়িতেই বিশেষ অ্যাম্বুলেন্স এর মাধ্যমে স্থানান্তরিত করা হয়েছে ।
0