Home » Hepatitis infection : মেদিনীপুর শহরে হেপাটাইটিস সংক্রমণ ২৪ জন, এলাকায় স্বাস্থ্য দপ্তর, পৌঁছালো পানীয় জল, ক্ষোভ কাউন্সিলরের বিরুদ্ধে

Hepatitis infection : মেদিনীপুর শহরে হেপাটাইটিস সংক্রমণ ২৪ জন, এলাকায় স্বাস্থ্য দপ্তর, পৌঁছালো পানীয় জল, ক্ষোভ কাউন্সিলরের বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একের পর এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার লক্ষণও একই। চিকিৎসকরা জানিয়েছেন হেপাটাইটিস আক্রান্ত হয়েছেন তারা সকলেই। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য দপ্তর। তারপরই কারণ খুঁজতে ঘটনাস্থলে যান স্বাস্থ্যকর্তা থেকে বিভিন্ন আধিকারিকরা। জানা গিয়েছে, পানীয় জল থেকেই এই অসুখ ছড়িয়েছে।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/4. মেদিনীপুর শহরের সুকান্তপল্লী এলাকাতেই হেপাটাইটিস সংক্রমণ ২৪ জন। তারপরেই নড়ে চড়ে বসল স্বাস্থ্য দপ্তর। পৌরসভা, মহকুমা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে বসেন বৃহস্পতিবার। ওই এলাকায় মেডিকেল টিম সহ পাঠানো হয় পানীয় জল।

আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা

আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ

3/4. তবে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় কাউন্সিলরকে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন হয়নি। আজকে বিভিন্ন আধিকারিক এবং মেডিকেল টিম আসার জন্য ব্লিচিং দেওয়া এবং নর্দমা পরিষ্কার করা হয়েছে। অনেকের আরও অভিযোগ, কাউন্সিলরের দেখাও মেলে না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা। তিনি বলেন, “নিয়মিত পরিষ্কার করা হয় এবং আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকেও পরিষ্কার করিয়েছি।”

4/4. বৃহস্পতিবার ওই এলাকায় যায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য সংকর সারেঙ্গী, পৌরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য কাউন্সিলর এবং আধিকারিকরা। খতিয়ে দেখেন হেপাটাইটিস সংক্রমণের বৃদ্ধির কারণ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, “এই রোগ খাদ্য এবং জল থেকেই হয়। যতজন আক্রান্ত হয়েছে এরা কোথাও এক সঙ্গে খাবার খায়নি। ফলে প্রাথমিকভাবে অনুমান করেছিলাম পানীয় জলের জন্য হতে পারে। পরে পরীক্ষা করে দেখা গিয়েছে তাতে জীবাণু রয়েছে।” ওই এলাকায় পানীয় জলে জীবাণু মিলতেই নতুন করে পানীয় জল সরবরাহ শুরু করলো পৌরসভা। তবে আক্রান্তদের চিকিৎসায় বিশেষ নজরদারিও রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক।

আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Hepatitis infection

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.