পত্রিকা প্রতিনিধি : বর্ষা শুরু হতেই গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার বিশালাকার সাপ।শনিবার রাতে বৃষ্টির মাঝে একটি ময়াল উদ্ধার করল বন দফতর। বেলদা বনাঞ্চলের অধিন আহারমুণ্ডা এলাকার বাসিন্দা শংকর দাসের বাড়ির সামনে থেকে সাপটি উদ্ধার হয়েছে।যা নিয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। বন দফতর খবর পেয়ে রাতেই সাপটি উদ্ধার করে কাশীপুর বিট অফিসে নিয়ে যায়। রবিবার সাপটিকে বেলদা রেঞ্জ অফিসে এনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। Narayangarh, Narayangarh, Mayal Snake
আরও পড়ুন- পটাশপুরে ইট কারখানায় ভয়াবহ আগুন ,চাঞ্চল্য এলাকায়
জানা গিয়েছে শনিবার রাত আটটা নাগাদ নারায়ণগড় ব্লকের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের আহারমুণ্ডা এলাকায় শংকর দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় এই বিশালাকৃতির ময়ালটি। আতঙ্ক ছড়ায়। পরে খবর দেওয়া হয় বনদপ্তরে। আহারমুণ্ডা বিট অফিস থেকে বন কর্মী স্বপনকুমার বাগদি এসে সাপটি উদ্ধার করেন। এদিন বেলদা রেঞ্জ অফিসে আনা হয় সাপটি। বন কর্মী মিন্টু চক্রবর্তী জানিয়েছেন, ময়ালটি লম্বায় প্রায় আট ফুট এবং ওজনে প্রায় কুড়ি কেজি হবে। পর্যবেক্ষণে রাখার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।তবে কেশিয়াড়ির পর ফের নারায়ণগড়ের আহারমুন্ডাতে এই বিশালাকার সাপ মেলায় আতঙ্ক বাড়ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi