Home » পর্যটকদের মোবাইল কেড়ে নিয়েছে মাওবাদীরা,গুজবে উত্তাল ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর

পর্যটকদের মোবাইল কেড়ে নিয়েছে মাওবাদীরা,গুজবে উত্তাল ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : মাওবাদীরা কেড়ে নিয়েছে মোবাইল, গুজবে উত্তাল ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর। এই অভিযোগ মেলার পরেই রীতিমতো তোলপাড় ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর।পরে পুলিশের জেরায় মাওবাদীদের দ্বারা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করল অভিযোগকারীরা। মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ থানায় জমা দিয়েই ক্ষান্ত থাকলেন অভিযোগকারীরা। jhargram, jhargram, jhargram, jhargram bengali news, latest bengali news, biplabi sabyasachi news

আরও পড়ুন- বর্ধমানের মহারাজার সভা গায়কের স্মৃতিবিজড়িত চন্দ্রকোনার বাড়িটি পড়ে ভগ্ন অবস্থায়, চলছে অসামাজিক কাজ


জানা গিয়েছে খড়্গপুর শহর থেকে বেলপাহাড়ির ঢাঙ্গীকুসুম গ্রামে ঘুরতে গিয়েছিল খড়্গপুর শহরের ইন্দা ও শ্রীকৃষ্ণপুর এলাকার চার পর্যটক। চারজনের মধ্যে খড়্গপুর শহরের সম্রাট মাইতি নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ঢাঙ্গীকুসুম গ্রামে সশস্ত্র মাওবাদীরা তাদের মুখোমুখি হয়েকেড়ে নেয় তাদের মোবাইল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো আলোড়ন পড়ে যায় ঝাড়গ্রাম জেলার পুলিশ মহল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ মহলে। তত্পরতার সাথে গোটা বিষয় নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট নিতে শুরু করে পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযোগকারীদের বক্তব্যে নানা রকমের অসঙ্গতি লক্ষ্য করে অবশেষে শুক্রবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানার পক্ষ থেকে অভিযোগকারী সম্রাট মাইতি, বিশ্বরূপ ঘোষ, সুরজিত রায় ও অর্কদীপ পাল নামে চার পর্যটককে ডেকে পাঠায় খড়্গপুর টাউন থানার পুলিশ। পুলিশের জেরায় মাওবাদীদের তথ্য সম্পূর্ণ খারিজ করে দেয় চার পর্যটক। এমনকী ক্যামেরার সামনেও গোটা বিষয়টি অস্বীকার করে অভিযোগকারী সম্রাট মাইতি। তা হলে কেন মাওবাদী তত্ত্ব খাড়া করা হয়েছিল এই বিষয়ে নিশ্চিত হতে অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। অভিযোগকারীরা মাওবাদী তত্ত্ব খারিজ করে দিলেও বেলপাহাড়ি এলাকায় কোনও রকম মাওবাদী অ্যাকটিভিটি চলছে কি না তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা।

আরও পড়ুন- কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মামাতো ভাগ্না বিরুদ্ধে

অন্যদিকে আজ সকালে বেলপাহাড়ি তে ফের মাওবাদী দের নাম করে পোস্টার কে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। রাস্তার কাজ বন্ধ করার হুমকি দিয়ে লাল কালিতে লেখা পোস্টার গুলি রাস্তার পাশে সার্টানো ছিল। এদিন শুক্রবার সকালে বেলপাহাড়ী বাজার থেকে দু কিলোমিটার দূরে এই পোস্টার গুলি লাগানো ছিল। পরে পুলিশ পোস্টার গুলি উদ্ধার করে। বার বার মাওবাদীদের নামে দিয়ে বেলপাহাড়িতেই পোস্টার উদ্ধারের ঘটনা ঘিরে বিগত দিনের স্মৃতি উসকে দিচ্ছে। স্বাধীনতা দিবসে কালা দিবসের ডাক দিয়ে পোস্টার ফেলত মাওবাদীরা। আবার নতুন করে সেই একই কায়দায় যে ভাবে পোস্টার ফেলা হচ্ছে স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে।যদিও শাসক দল এর মধ্যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছে।

বেলপাহাড়ি তে ফের মাওবাদী দের নাম করে পোস্টার কে ঘিরে আতঙ্ক

এদিন ভোরে বেলপাহাড়ি অঞ্চলের হাড়দা মোড়ে পোস্টার গুলি দেখা যায়। রাস্তার ধারে পোস্টে, রাস্তা তৈরির গাড়িতে,স্থানীয় দোকানে পোস্টার গুলি দেখা যায়। সেই পোস্টারে কাজ বন্ধ করার কথা বলা হয়েছে। জামবনি ব্লকের ধড়সা থেকে পোড়াডি পর্যন্ত মোট চল্লিশ কিমির মধ্যে আঠাশ কিমি রাস্তার কাজ শুরু হয়েছে।পি ডাব্লু ডি(রোডস) এই কাজ করাচ্ছে।উল্লেখ্য সম্প্রতি পনোরো আগস্ট ভুলাভেদা এলাকায় কালা দিবসের ডাক দিয়ে ব্যাপক পোস্টারিং হয়েছে।কিছুদিন আগেই পচাপানিতে মাওবাদীদের নামে হুমকি চিঠি পাওয়া এক ব্যক্তির বাড়ির সামনে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল। ”ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর বলেন “ বেলপাহাড়িতে পোস্টার পাওয়া গিয়েছে।কে এই পোস্টার করেছে পুলিশ তদন্ত করে দেখছে।”অন্যদিকে এক মাসে তিনবার পোষ্টার দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিল মাও স্কোয়াড । তাহলে কি সত্যিই এরকম ঘটনা ঘটেছিল উঠছে প্রশ্ন ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.