পত্রিকা প্রতিনিধি: দীর্ঘদিন পর ফের জঙ্গলমহলে মাওবাদী পোস্টার। স্বাধীনতা দিবস কে কালা দিবসের ডাক দিয়ে এই পোস্টার পাওয়া যায় মাওবাদীদের নামে। বেলপাহাড়ি থানার ভুলাভেদা বাজার এবং গ্রাম সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় এই প্রশ্নের নজরে আসে গ্রামবাসীদের। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা মাওবাদীদের এই পোস্টার ফের পুরনো স্মৃতি উস্কে দিয়েছে জঙ্গলমহলে। মাওবাদী প্রসঙ্গে গ্রামের মানুষ স্বাভাবিকভাবেই মুখ খুলতে নারাজ। ভুলাভেদা বাজারের উপর এভাবে পোস্টার ছড়ানোয় চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের কপালেও। ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার পোস্টার পড়ার কথা স্বীকার করে নেন। তিনি জানান এই পোস্টার বাইরে থেকে কেউ এসে লাগিয়েছে, না লোকালি লাগানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।ইতিমধ্যে বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর এর আগে বেশ কয়েকবার মাওবাদীদের সীমান্ত লাগোয়া এলাকায় সংঘটিত হয়েছে বলে তারা রিপোর্ট পাঠিয়ে ছিলেন।
যদিও স্বাধীনতা দিবসে জেলার বিভিন্ন জায়গায় পতাকা উত্তলনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়।
0