0
এক রাতের বৃষ্টিতেই রাস্তার উপর হাঁটু ভর্তি জল। আর তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীরা। কিন্তু রাস্তা সারাইয়ের কোনো হেলদোল নেই প্রশাসনের। তাই এবার রাস্তা সারাইয়ের দাবী জানিয়ে রাস্তার উপর ধানের চারা পুঁতে প্রতিকি প্রতিবাদ জানালো বিজেপি। অ্যামোনিয়ার ছবি ধরা পরল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের আমলাশুলিতে। বৃহস্পতিবার আমলাশুলি অঞ্চল বিজেপির পক্ষ থেকে প্রতিকি অবস্থান বিক্ষোভ দেখিয়ে ধানের চারা পুঁতা হয় হুমগড় আমলাশুলি রাজ্য সড়কের উপর। এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন আমলাশুলির বিজেপি নেতা উজ্জ্বল হাটুল, চন্দন মহন্ত প্রমুখরা। বিক্ষোভকারীদের দাবী দীর্ঘ দিন ধরেই হুমগড় আমলাশুলি রাজ্য সড়ক টি বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তা সারায়ের দাবী জানিয়ে স্থানীয় বিদ্যালয় গুলির ছাত্রছাত্রী থেকে স্থানীয় মানুষ জন সকলেই বিক্ষোভ দেখান। কিন্তু প্রশাসনিক ভাবে আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এদিন আগামী বর্ষার আগেই রাস্তা সারাইয়ের দাবী জানিয়ে প্রতিকি অবস্থান বিক্ষোভ করে এবং রাস্তার উপর ধানের চারা গাছ পুঁতা হয়।
পত্রিকা প্রতিনিধি :