Home » Lok Sabha Election : পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট প্রচারে আসছেন মোদি-মমতা

Lok Sabha Election : পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট প্রচারে আসছেন মোদি-মমতা

by Biplabi Sabyasachi
0 comments

Lok Sabha Election: Modi-Mamata are coming to campaign in Paschim Medinipur district

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ষষ্ঠ দফার নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনই খড়্গপুর শহরকে বেছে নিয়েছেন প্রচারের অঙ্গ হিসেবে। তৃণমূল ও বিজেপি দুই দলেরই নজরে মেদিনীপুর লোকসভা আসন। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁকে এবারে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করেছে দল। মেদিনীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Lok Sabha Election
নিজস্ব চিত্র

রাজনৈতিক মহলের ধারণা ছিল এই কেন্দ্রে দিলীপ ঘোষ প্রার্থী হলে যতটা লড়াই হতো, ঠিক ততটা লড়াই হবে কিনা তা নিয়ে সংশয়! আগামী ২৫ মে নির্বাচন এই কেন্দ্রে। বিজেপির প্রার্থী রয়েছেন অগ্নিমিত্রা পাল, তৃণমূলের জুন মালিয়া, সিপিআই-এর বিপ্লব ভট্ট, এসইউসিআই-এর অনিন্দিতা জানা সহ মোট ৯ জন প্রার্থী রয়েছেন। যে যার মত করে প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ঠিক তারই মাঝে দুই হেভিওয়েট হাজির হচ্ছেন পশ্চিম মেদিনীপুরে। তৃণমূল সুত্রে জানা গিয়েছে, খড়্গপুর শহরে ১৭ মে রোড-শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের পরাজয়ের পর এবার জয় পেতে মরিয়া তৃণমূল। প্রচারে খামতি রাখছেন না জুন মালিয়া।

Lok Sabha Election

আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত

আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

অন্যদিকে জয় এবারও ধরে রাখতে এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয় অগ্নিমিত্রা। তাঁর সমর্থনে খড়্গপুর শহরে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই সমাবেশে বেশি সংখ্যক লোক জমায়েতের লক্ষ্য রয়েছে। সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনেও একাধিক সভা, সমাবেশ হয়েছে। এসইউসিআই প্রার্থী অনিন্দিতা জানার সমর্থনে বড় সমাবেশ না হলেও বাড়ি বাড়ি জনসংযোগে বেশ জোর দিয়েছে। বহু পথসভাও করে ফেলেছে ইতিমধ্যে। তবে বিজেপি কি পারবে মেদিনীপুর লোকসভার জয় ধরে রাখতে? নাকি তৃণমূলে চলে যাবে? এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা

আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lok Sabha Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.