Home » Lok Sabha Election : ব্যক্তি আক্রমণই প্রচার বিজেপি-তৃণমূলের, মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে কথা নেই তাদের : অনিন্দিতা

Lok Sabha Election : ব্যক্তি আক্রমণই প্রচার বিজেপি-তৃণমূলের, মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে কথা নেই তাদের : অনিন্দিতা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নেতারা কেউই বলেন না যে, আমি বা আমার দল জয়ী হলে বেকারি, মূল্যবৃদ্ধির মতো মূল সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা চালাব। বাস্তবে ব্যক্তিগত আক্রমণ, কুৎসা এবং কিছু মিথ্যা প্রতিশ্রুতির পুনরাবৃত্তি ছাড়া এঁদের মুখে অন্য কোনও কথা কখনও শোনা যায় না। ভোট প্রচারে বেরিয়ে এমনই বললেন বাম দল এসইউসিআই প্রার্থী অনিন্দিতা জানা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে একদিকে যখন হেভিওয়েট নেতা-মন্ত্রীদের জাঁকজমক প্রচার, সেই সময় নিজেদের সামর্থ্য অনুযায়ী কর্মী সমর্থকদের নিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়ালেন প্রার্থী। বাড়ি বাড়ি জনসংযোগকে হাতিয়ার করেছে তারা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Lok Sabha Election
নিজস্ব চিত্র

সেখান থেকে খুঁজছেন নতুন নতুন কর্মীদের। সমাজ পরিবর্তনের ভাবনায় এগিয়ে চলেছে মাইলের পর মাইল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর। শিক্ষা, নারী নিরাপত্তা, মদ মাদকদ্রব্য প্রসারের বিরুদ্ধে জেলায় একের পর এক যুব আন্দোলন সংগঠিত করেছেন অনিন্দিতা। কলেজ জীবন থেকেই রাজনীতিতে তাঁর প্রবেশ। ৪৭ বছর বয়সে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দল তাঁকে প্রার্থী করেছে। সাধারণ মানুষের গণতন্ত্র হরণকারী শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থাকে পাল্টাতে বিপ্লবী রাজনীতিকে হাতিয়ার করেছেন তিনি। যে কারণেই তিনি তাঁর প্রচার সভায় ব্যক্তি আক্রমণ নয়, মানুষের মৌলিক সমস্যাগুলি নিয়েই সরব হয়েছেন।

Lok Sabha Election

সোমবার বেলদা, মেদিনীপুর সদর সহ বিভিন্ন এলাকায় মিছিল পথসভা করে। অনিন্দিতা বলেন, “যে দল যেখানে সরকারে রয়েছে, বা অতীতে সরকারে থেকেছে, যে সব ব্যক্তি অতীতে এমএলএ-এমপি হয়েছেন, বা হওয়ার জন্য লালায়িত হয়ে পড়েছেন, তাঁরা কেউই কি সাধারণ মানুষের জীবনের এই সমস্যাগুলি সমাধানের কোনও চেষ্টা করেছেন? তারা বরং জীবনের মূল সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে জাত-ধর্ম-বর্ণের বিভেদ উস্কে তুলে ভ্রাতৃঘাতী দাঙ্গায় মানুষকে ফাঁসিয়ে দিয়ে তাদের লুঠের রাজত্ব চালাতে ব্যস্ত। যে সব নেতা এক বা একাধিকবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন, পার্লামেন্টে কী করেছেন তাঁরা?

আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত

আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দেশের শোষিত, দরিদ্র, নিপীড়িত মানুষের জীবনের সমস্যাগুলি সমাধানের দাবিতে সোচ্চার হয়েছেন? জনগণকে চরম দারিদ্রের মধ্যে ফেলে রেখে, বঞ্চনার মধ্যে ফেলে রেখে নিজেদের বেতন এবং সুযোগ-সুবিধা ইচ্ছেমতো বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।” তিনি আরও বলেন, “নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে বিভিন্ন শিল্পপতি বা ব্যবসায়ীরা টাকা দিয়েছে। বিনিময়ে যথেচ্ছ দাম বাড়ানো এবং সেই দাম জনগণের ঘাড় ধরে আদায়ের ছাড়পত্র পেয়ে যাচ্ছে।” জনগণের মৌলিক সমস্যাগুলি সমাধানের জন্য গণআন্দোলনকে শক্তিশালী করতে ভোট দেওয়ার আবেদন জানান অনিন্দিতা।

আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা

আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lok Sabha Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.