West Midnapore : লোধা শবর নেতা বলাই নায়েক সহ বেশ কয়েকজন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক রশ্মি কমল ও জেলা পুলিশ সুপার দিনেশ কুমার-এর সাথে দেখা করলেন। তাদের একগুচ্ছ দাবি এবং শিক্ষিত বেকারদের কাজের জন্য নামের তালিকা জমা দিলেন।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে। তারপরই বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে লোধা শবর নেতা বলাই নায়েক তাদের একগুচ্ছ দাবি এবং শিক্ষিত বেকারদের কাজের জন্য নামের তালিকা জমা দিলেন।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন লোধা নেতারা
উল্লেখ্য, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে লোধা শবর কল্যাণ সমিতির সম্পাদক বলাই নায়েক জানিয়েছিলেন, লোধা পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইছে না। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, যারা এমএ, বিএ পাস করেছে তারা কোনো কাজ পায়নি। অন্যের বাড়িতে কাঁটা বাঁশ কাটছে।
তিনি এও দাবি রেখেছিলেন, লোধা সম্প্রদায়ের সন্তানদের পড়াশোনার জন্য হোস্টেল তৈরি করার। পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, পড়াশোনার জন্য ফ্রি কোচিং সেন্টার খোলা এবং হোস্টেলের ব্যবস্থা করার। এমনকি জেলা পুলিশ সুপার সঙ্গে দেখা করতে বলেছিলেন বলাই নায়েককে।
সেইমতো বৃহস্পতিবার বলাই নায়েক সহ বেশ কয়েকজন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক রশ্মি কমল ও জেলা পুলিশ সুপার দিনেশ কুমার-এর সাথে দেখা করেন। বলাই বাবু জানান, স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুবিধা, পানীয় জল, পাকা বাড়ি এবং ফ্রি কোচিং সেন্টারের জন্য জেলা শাসকের সঙ্গে দেখা করে জানানো হয়েছে এবং শিক্ষিত বেকার যুবক এমন 27 জনের নাম পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছে কাজের সুব্যবস্থার জন্য।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
West Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore