Home » আগামীকাল থেকে বাংলায় বন্ধ লোকাল ট্রেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামীকাল থেকে বাংলায় বন্ধ লোকাল ট্রেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

by Biplabi Sabyasachi
0 comments

Train news

আরও পড়ুন ঃ-করোনা কাঁপুনি! দুই মেদিনীপুরে একদিনে রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ১০১২, সুস্থ ৬৭৩

পত্রিকা প্রতিনিধিঃ দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । আর এই পরিস্থিতিতে বাংলায় নির্বাচনের ফলাফলে জয়লাভ করে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পর নবান্নে এসে প্রথমে সাংবাদিক বৈঠকে করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করলেন তিনি। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, এখন বাংলায় সম্পূর্ণ লকডাউন জারি করা হচ্ছে না। তবে, একাধিক বিধিনিষেধ জারি করা হল। আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে বাংলায়, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় একাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। যার জেরে কমেছিল ট্রেনের সংখ্যা। শেষমেশ পুরোপুরি বন্ধ করা হল লোকাল ট্রেন পরিষেবা।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো’। ‘বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট’।তাছাড়া ‘মাস্ক সবাইকে আবশ্যিকভাবে পরতেই হবে’। ‘সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা করছি’। শপিং মল, রেস্তোঁরা, বার এসব পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত বন্ধ’ থাকবে।
‘৫০ জনের বেশি কোনওরকম জমায়েত নিষিদ্ধ’
‘যদিও তাতেও প্রয়োজনীয় অনুমতি নিতে হবে’
‘সকাল ৭-১০, বিকেল ৫- সন্ধে ৭টা খোলা থাকবে বাজার-দোকান’। তাছাড়া ‘সব লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে’। ‘সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো’।
‘বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট’। তাছাড়া বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করাতে হবে।
গয়নার দোকান বেলা ১২ থেকে দুপুর ৩ পর্যন্ত খোলা থাকবে। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত । তাছাড়া কোভিড আক্রান্ত হলে কোয়ারান্টিনে থাকতে হবে ১৪ দিন। তবে এই পরিস্থিতিতে সম্পূর্ণ লকডাউন না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Train news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.