পত্রিকা প্রতিনিধি : দফায় দফায় লোডশেডিং-এর বিরোধিতা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে
গোয়ালমারা সংলগ্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করল গ্রামবাসীরা। রবিবার গোপীবল্লভপুর ২ নং ব্লকের গোয়ালমারা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে গ্রামবাসীরা। পথ অবরোধে আটকে পড়ে বহু যাত্রী ও যানবাহন। অবরোধকারী গ্রামবাসীদের বক্তব্য,আকাশে মেঘ উঠলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মানিকপাড়া সাব-স্টেশন থেকে লোধাশুলি হয়ে খাড়বাঁধি-গোয়ালমারা-মহাপাল-রগড়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়। আকাশে মেঘ উঠলেই বিদ্যুৎ চলে যায়। আবার বিদ্যুৎ আসে ১২ থেকে ২৪ ঘন্টা পরে। প্রায়ই রাতের বেলা বিদ্যুৎ থাকে না। ফলে চরম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। এছাড়াও গ্রামবাসীদের পক্ষ থেকে সৌরভ কুমার পৈড়া বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে। বিদ্যুৎ দপ্তর কে বারবার ফোন করে ও মিলেনি কোনো সুহারা। ফলে চরম সমস্যার পড়তে হয় গ্রামবাসীদের। এবার সেই বিদ্যুতের দাবি নিয়ে গোয়ালমারা সংলগ্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করল গ্রামবাসীরা।
2