Home » Left Candidates File Nominations : উচ্চ আদালতের নির্দেশে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে মনোনয়ন জমা দিল বাম প্রার্থীরা

Left Candidates File Nominations : উচ্চ আদালতের নির্দেশে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে মনোনয়ন জমা দিল বাম প্রার্থীরা

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন গড়ালো আদালত পর্যন্ত। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থাকলেও ফর্ম তুলতে না পেরে শরণাপন্ন হয়েছিল উচ্চ আদালতে চার সিপিএম প্রার্থী। বৃহস্পতিবার ওই চারজনকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এদিন দুপুরে নির্দিষ্ট নিয়ম মেনে তারা মনোনয়ন জমা দেয়।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/5. গত সোমবার ও মঙ্গলবার নির্বাচনের মনোনয়নপত্র তোলার দিন ছিল। দুদিনেই তৃণমূলের দুষ্কৃতিরা মারধর করে মনোনয়নপত্র তুলতে বাধা দেয় বলে অভিযোগ। যার ফলে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সিপিএমের চার প্রার্থী। যদিও মারধর ও বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

3/5. বৃহস্পতিবার দুপুরে সুকুমার আচার্য, সোমনাথ দে, উত্তম চক্রবর্তী, অজয় মিত্র এই চার প্রার্থী মনোনয়ন জমা দেন। তারা বলেন, “আমরা উচ্চ আদালতে গিয়েছিলাম। আদালতের নির্দেশ অনুযায়ী মনোনয়ন জমা দিলাম।” তাদের অভিযোগ, মনোনয়নপত্র তুলতে আসায় তৃণমূলের দুষ্কৃতিরা মারধর করে তাড়িয়ে দিয়েছিল। অস্থায়ী ক্যাম্প ভেঙে দিয়েছিল। পার্টি অফিসেও তালা লাগিয়ে দিয়েছিল। যার ফলে মনোনয়নপত্র না তুলতে পেরে উচ্চ আদালতের দ্বারস্থ হয়।

আরও পড়ুন : হাওড়া লোকালে শিক্ষককে বেধড়ক মার দুষ্কৃতীদের! মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আরও পড়ুন : নকল সিও নিয়ে বালি পাচারে গুড়গুড়িপালে গ্রেপ্তার চার

4/5. উল্লেখ্য, গত মঙ্গলবার তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে। রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। যাকে ঘিরে ধুন্দুমার কাণ্ড বেধে যায় মেদিনীপুর শহরের গোলকুঁয়াচক এলাকায়। সিপিএমের অভিযোগ ছিল, কেশপুর থেকে গুন্ডাবাহিনী নিয়ে এসে তাদের রাস্তায় ফেলে মারধর করা হয়েছিল। হুঁশিয়ারি দিয়েছিল বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার। অবশেষে উচ্চ আদালতের নির্দেশে এদিন মনোনয়নপত্র জমা দেন।

5/5. এদিনও পুলিশি কড়া নিরাপত্তা ছিল ব্যাঙ্ক চত্বরে। সিপিএম নেতা সুকুমার আচার্য বলেন, “উচ্চ আদালতে আবেদন করেছিলাম। নির্বাচনে আমাদের দাঁড়াতে দিচ্ছে না, মারধর করেছে। আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। তার সমস্ত ভিডিও ফুটেজ আমরা আদালতে দেখিয়েছি। তাতে বিচারক আমরা যে চারজন আবেদন করেছিলাম, আমরা যাতে বৃহস্পতিবার দুপুর একটার মধ্যে মনোনয়ন জমা দিতে পারি, তার সমস্ত ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। তবে বাকি প্রার্থীরা কি করবেন সেটা তাদের বিষয়।” তার অভিযোগ, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা পুলিশের মদতেই আমাদের উপর হামলা চালিয়েছিল।”

আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থী জমজ তিন ভাইকে ঘিরে কৌতুহল

আরও পড়ুন : বাংলাদেশের পুণ্যার্থী ছাড়াই মেদিনীপুর জোড়া মসজিদে উরুষ উৎসব

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Peoples Cooperative Bank

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.