Home » বীর ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে অপেক্ষার প্রহর গুনছে সবং এর সিংপুর

বীর ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে অপেক্ষার প্রহর গুনছে সবং এর সিংপুর

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: চিন বর্ডারে ২০ জন সেনার আত্ম বলিদানের পর জম্মু কাশ্মীরে টহল দেওয়ার সময় জঙ্গীদের গুলিতে শহিদ হন মেদিনীপুরের বীর জওয়ান শ্যামল দে।আর তার নিথর দেহ বাড়ি আসার আশঙ্কায় দিন গুনছে সবং বাসী থেকে গোটা মেদিনীপুর।প্রসঙ্গত বছর দেড় এক আগেই আততায়ীর হামলায় প্রান হারিয়েছেন এই সবং এর বীর যোদ্ধা স্বপন মাইতি।তার রেশ কাটতে না কাটতেই সেই স্মৃতি উসকে দিল শ্যামল কুমার দে’র দেশের জন্য প্রান বলিদানের ঘটনা।পরিবারের একমাত্র ছেলে ছিল শ্যামল।বাড়ি ফিরলেই আগামী দেড় মাসের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল শ্যামলের।তবে শুক্রবার দুপুরে এক ফোন নিমেষেই ভেঙে দেয় বাবা-মার স্বপ্নকে।কিছুক্ষণ আগে কথা বলা বীর ছেলের মৃত্যু সংবাদ আসে সবংয়ের সিংপুরে।সিআরপিএফ সূত্রে খবর,শনিবার রাতেই কলকাতায় এসে পৌঁছাবে শহিদ শ্যামলের কফিনবন্দি দেহ। আগামীকালই তিরঙ্গা মোড়া নিথর দেহ গ্রামে পৌঁছানোর কথা।অপেক্ষার দিন গুণছে সবং এর গ্রাম।কখন ফিরবে ঘরের ছেলে?এই আশায় বাবা-মা।বারবার সংজ্ঞাহীন হয়ে পড়ছেন তারা।নাওয়া খাওয়া ভুলে গেছে গোটা সিংপুর।
তবুও কোথাও যেন গর্বের বিষয়-বাড়ির ছেলে,এলাকার ছেলে দেশ কে বাঁচাতে শহিদ হয়েছেন।নিজের মা এর পাশাপাশি দেশ মা কে রক্ষা করতে জীবনকে উৎসর্গ করে দিয়েছে শ্যামল।
সূত্র মারফত জানা গিয়েছে,গতকাল সবং এ উপস্থিত থাকতে পারেন রাজ্যের 2 হেবিওয়েট মন্ত্রী।থাকতে পারেন দিলিপ ঘোষ ও।ইতিমধ্যে পরিবারের সাথে দেখা করেছেন পুলিশ ও প্রশাসনিক কর্তারা।কখন এসে পৌঁছাবে সেই আশায় সকলে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.