0
পত্রিকা প্রতিনিধি: ভিন রাজ্য থেকে ফেরার পথে আবারও মৃত্যু দাসপুরের এক পরিযায়ী শ্রমিকের।দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার রাইকুন্ডু গ্রামের অনুপ দোলই(৩৩) নামের মহারাষ্ট্রে কর্মরত ওই শ্রমিক বাড়ি ফেরার পথে মৃত্যু হয়।মৃত্যুর খবর এদিন শনিবার দাসপুরের বাড়িতে পোঁছায়।জানাযায়,লকডাউনের মধ্যেই মহারাষ্ট্রে থাকাকালীন পেটে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ির উদ্দেশ্য রওনা হয়।এদিন শনিবার ভোরে তার মৃত্যুর খবর আসে বাড়িতে,উড়িশা বর্ডার সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান।শনিবার সন্ধ্যা নাগাদ তার মৃতদেহ এসে পৌঁছয় ঘাটাল হাসপাতালে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন।