Home » শুভেন্দু সাথে দলের দূরত্ব বাড়তেই শুভেন্দুর খাশ সালুতে একই মঞ্চে কুনাল ও লক্ষ্মণ

শুভেন্দু সাথে দলের দূরত্ব বাড়তেই শুভেন্দুর খাশ সালুতে একই মঞ্চে কুনাল ও লক্ষ্মণ

by Biplabi Sabyasachi
0 comments

Kunal-Lakshman on the stage

আরও পড়ুন ঃদ্রুত গতিতে যান চলাচলে ছিঁড়ে পড়ল ৪৪০ ভোল্টের তার, অল্পের জন্য রক্ষা পেল কঁচিকাচারা

পত্রিকা প্রতিনিধি: করোণা আবহের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৩রা ডিসেম্বর বিপ্লবী ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে শিল্প শহর দুর্গাচকে এক অরাজনৈতিক মঞ্চে দেখা গেল শাসক দলের মুখপাত্র এবং একসময় হলদিয়ার বেতাজ বাদশাকে । দুজনকে একই মঞ্চে রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে।

ক্ষুদিরাম স্মরণে একই সভামঞ্চে কুণাল-লক্ষ্মণ, উঠল গুঞ্জন


২১ শে নির্বাচনের আসন্ন রাজনীতির ময়দানে কে থাকবে কে যাবে, ভোটের আগে এই নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। অবশ্য মেদনীপুরের রাজনীতির অবস্থান দিকে তাকিয়ে গোটা রাজ্য। এই টানাপোড়েনের মধ্যেই রাজ্য।প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। কিন্তু এর মধ্যেই রহস্য অন্য একটি ছবি ঘিরে। এদিন হলদিয়ায় দুর্গাচকের একই মঞ্চে দেখা গেল সিপিএমের প্রাক্তন সাংসদ তথা বর্তমান কংগ্রেস নেতা লক্ষণ শেঠ এবং তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষকে। এই ছবি সামনে আসতেই গুঞ্জন শুরু করেছে। শুভেন্দু অধিকারী জার্সি বদল করলে কি লক্ষণ শেঠকে দেখা যেতে পারে তৃণমূলের পতাকা হাতে? জোর চর্চা এই নিয়েও।এ দিন হলদিয়ার দুর্গাচকে এক অরাজনৈতিক অনুষ্ঠান মঞ্চে দুই নেতা কে একসঙ্গে দেখা যায়। মধুসূদন মণ্ডল ওরফে নারায়ণ বলে এক ব্যাক্তির উদ্যোগে ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষ্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানেই পাশাপাশি আসন ভাগ করেন তাঁরা।পাশাপাশি বসলেই কাছাকাছি আসবেন এমন কথা নেই, কিন্তু জল্পনাও উড়িয়ে দেওয়া যায় না। কারণ লক্ষণের অতীতের মন্তব্য। গত কয়েক বছরে সিপিএম থেকে বিজেপি-কংগ্রেসে নাম লিখিয়েছেন হলদিয়ার একসময়ের বেতাজ বাদশা।

২০১৮ সালে তিনি খোলাখুলিই বলেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে চান। মমতার নেতৃত্বে যে কাজ হয়েছে তা তিনি মুগ্ধ করেছে। এমনটাও বলতে শোনা গিয়েছিল। তবে কোথায় আটকাচ্ছিল? লক্ষণ শেঠই নাম করে বলেছিলেন, আটকাচ্ছেন শুভেন্দু অধিকারী। যাদের বিরুদ্ধে নন্দীগ্রামে লড়াই তাঁকে এক সারিতে রাখতে চাননি শুভেন্দু। তাঁর অনুপস্থিতি কি সেই সমীকরণ বদলে দেবে? প্রশ্নটা ঘুরছে। যদিও কুনাল ঘোষ বলেন এটি অরাজনৈতিক মঞ্চ। এখানে রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমরা এখানে আসিনি।শুভেন্দু সাথে দলেল দূরত্ব বাড়তেই শুভেন্দুর খাশ তালুতে অরাজনৈতিক মঞ্চে কুনাল ঘোষ ও লক্ষ্মণ শেঠ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kunal-Lakshman on the stage

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.