Home » খড়্গপুরে র‍ামের পুজোকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপির সংঘর্ষ, আটক ৫৫, আহত পুলিশ আধিকারিক,

খড়্গপুরে র‍ামের পুজোকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপির সংঘর্ষ, আটক ৫৫, আহত পুলিশ আধিকারিক,

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: করোনা আবহের মধ্যেই লকডাউনের বিধি ভেঙে চলছে রামের পুজো। এই সময় খড়্গপুরের মালঞ্চতে বিজেপি কর্মী সমর্থকরা সামাজিক দূরত্ব ও সরকারি নিয়মকে উপেক্ষা করে মন্দিরে পুজো দিতে এসে পুলিশে হাতে আটক হলেন একসঙ্গে ১১ জন ।তাঁদের দাবি মন্দিরের ভিতরে পুজো দেওয়ার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায়। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে খড়্গপুরের মালঞ্চা রোড এলাকায় । এই ১১ জন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরও বেশ কয়েকজন সমর্থক আবার সেই মন্দির উপস্থিত হন এবং ওখানে দাঁড়িয়ে ‘ জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন । গ্রেফতার হওয়া বিজেপি নেতা এবং কর্মীদের মধ্যে রয়েছেন বিজেপির খড়গপুর সদর বিধানসভা কনভেনার অভিশেক আগারওয়াল ।
বচসা চলার পাশাপাশি গ্রেফতার করা বিজেপি কর্মীদের পুলিশের ভ্যানে আটক করে নিয়ে যাওয়ার সময় ওই স্থানে জড়ো হওয়া অন্য কর্মীরা ওই গাড়ি লক্ষ করে ইঁট ছুড়তে থাকেন।এই ঘটনায় গুরুতর আহত হন মহকুমা পুলিশ আধিকারিক সুকমল দাস। তিনি জানান, ‘লকডাউন ভেঙে রামের পুজো করছিলেন কিছু স্থানীয় মানুষ। তা করতে বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে । বেশ কিছু জনকে আটক করে পুলিশের গাড়িতে তুলে সময় প্রায় ৩০ থেকে ৪০ জন স্থানীয় মানুষ ভ্যান আটকে ইট ছুড়তে থাকে । ‘ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে করা হয় লাঠিচার্জ।মালঞ্চ পর খড়্গপুরের তালবাগিচা এলাকাতে বিজেপি কর্মী সমর্থকরা পুজো দিচ্ছিলেন সেই সময় পুলিশ সেখানে পৌঁছে সেই বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে গ্রেফতার করে । এর পরেই ক্ষুব্দ স্থানীয়রা বিজেপি কর্মীদের কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের আধিকারিকদের গাড়ি পেরিয়ে গেলেও শেষ দুটো পুলিশের গাড়ি লক্ষ করে পাথর ছুড়তে থাকে। দোষীদের ছাড়তে হবে এই দাবি তুলে দুটো গাড়ি আটকে চরম বিক্ষোভ দেখান তালবাগিচা এলাকার মানুষেরা।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.