Home » IIT খড়্গপুরের ২জন সহ ফের রেলশহরে করোনায় আক্রান্ত ৪৮ জন, ডেবরা ও গড়বেতার ১০ জন সহ জেলায় ১৬৩

IIT খড়্গপুরের ২জন সহ ফের রেলশহরে করোনায় আক্রান্ত ৪৮ জন, ডেবরা ও গড়বেতার ১০ জন সহ জেলায় ১৬৩

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী মোট ১৬৩ জনের (অ্যন্টিজে ন ও আর.টি.পি.সি.আর টেস্ট) শরীরে সংক্রমণ ঘটে বলে জানা যায়।রেলশহর খড়্গপুরে মোট ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। Corona News, Corona News

আরো পড়ুন- গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা, একই পরিবারের আক্রান্ত একাধিক, মেদিনীপুর শহরে ফের করোনায় আক্তান্ত ৪৫ জন


আই.আই.টি খড়্গপুর ক্য‍াম্পাসের ২ জন ( মহিলা-৪২, কিশোরী-১৩) এর শরীরে করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়। খড়্গপুরের মালঞ্চ , সালু্য়া সি.আই.টি. ক্যাম্প, খড়্গপুর সংলগ্ন রুপনারায়নপুর এলাকায় মোট ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। রেলশহরের ২৫ নম্বর ওয়ার্ডের কৌশল্যা এলাকায় একই পরিবারের ৩ জনের শরীরে করোনা সংক্রমণের হদিশ মেলে। ২৪ নম্বর ওয়ার্ডের সঞ্জল এলাকায় একই পরিবারের ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ৯ নম্বর ওয়ার্ডের খরিদা সংলগ্ন কুমোরপাড়া এলাকায় পরিবারের ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ২নম্বর ওয়ার্ডের ইন্দায় এক প্রৌঢ়ের করোনা সংক্রমণ ঘটে। খড়্গপুর লোকালের বলরামপুর সংলগ্ন কশবা এলাকায় এক মাঝ বয়স্ক ব্যক্তি (৪৩), ১৯ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় এক বৃদ্ধ (৭৩),সাউথ সাইডের রেলের আবাসনের ২ জন সহ ৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও ইন্দার বিদ্যাসাগরপল্লীতে ১ জন, ভবানীপুরের ১ জন, শ্রীকৃষ্ণপুরের ৩ জন, খড়্গপুরের জি.আর.পিএর ৩ জন, ছোট ট্যাংরার ১ জন , পাঁচবেড়িয়ার ১জন ও কৌশল্যার ১ জন সহ মোট বিভিন্ন এলাকায় ১৮ জন করোনায় আক্রান্ত হন। আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের খরিদার ১ জন, নিউ সেটেলমেন্ট এলাকার হরিজনবস্তির ১ জন, সাউথ সাইড রেল আবাসনের ২ জন করোনায় আক্রান্ত হন।

ফাইল চিত্র

আরোপড়ুন- গোয়ালতোড়ে নদী পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক হস্তি শাবকের

অপরদিকে ডেবরায় ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ডেবরার দুর্গাপু্র এলাকায় একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত হন। এছাড়াও বারাতি, বালিচক, জালিমন্দা ও ডেবরার টোলপ্লাজা সমেত বিভিন্ন এলাকায় মোট ১০ জন করোনায় আক্রান্ত হন।গড়বেতায় ৮ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে বলে জানা যায়। গড়বেতার ধাবানি,আমলাগোড়ায় একই পরিবারের ৩ জন, রাধানগর , রাধানগর এলাকায় করোনা সংক্রমণের হদিশ মেলে।ঘাটালের ১২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরের ১জন, ১৬ নম্বর ওয়ার্ডের কুশপাতা এলাকায় একই পরিবারের ২ জন সহ মোট ৩ জন করোনায় আক্রান্ত হন।বেলদায় ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। বেলদার সাউরি সংলগ্ন লালপুরে ২ জন, কোঠবাড়ে একই পরিবারের ৪জন, সাউরি সংলগ্ন নাহানজোরা এলাকায় ১ জন সহ মোট ৭ জন আক্রান্তের হদিশ মেলে।এছাড়াও দাসপুর, শালবনী, সবং,রামজীবনপুর,মোহনপুর, কেশপুর ,নারায়নগড় ও কেশিয়াড়ী সহ বিভিন্ন এলাকায় মোট ১৬৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.