Home » খড়গপুর মহকুমা হাসপাতালে কিচেনে কর্মরত এক যুবকের শরীরে করোনার সংক্রমণ , এলাকায় ব্যাপক চাঞ্চল্য

খড়গপুর মহকুমা হাসপাতালে কিচেনে কর্মরত এক যুবকের শরীরে করোনার সংক্রমণ , এলাকায় ব্যাপক চাঞ্চল্য

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : খড়গপুর মহকুমা হাসপাতালে (চাঁদমারি হাসপাতাল) এক যুবকের শরীরে করোনার সংক্রমণ মেলে । হাসপাতাল সূত্রের খবর , বছর আঠারোর ওই যুবক হাসপাতালে কিচেনে কাজ করতেন । কিচেন থেকে খাবার সংগ্রহ করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দিতেন তিনি । দিন দশেক আগে যুবকের শরীরে জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন কোভিডের উপসর্গ দেখা যায় । গত ২২ মে যুবকের লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয় । বিশেষ সূত্রে খবর ওই যুবককে হাসপাতালেই কোয়ারান্টিনে রাখা হয়েছিল । গত সোমবার রাতে যুবকের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।কিচেনে কর্মরত বাকি ১৫ জনকেই সোমবার সকালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সিল করে দেওয়া হয় কিচেন চত্বর । জানা যায় কিচেন এর মালিকের বাড়ি খড়্গপুরের সুভাষ পল্লীতে ।কিচেনে কর্মরত বাকি সদস্যদের লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।হাসপাতালের কিচেন চত্বর জুড়ে চলছে স্যানিটাইজেশনের কাজ ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.