পত্রিকা প্রতিনিধি :মারণ ভাইরাস করানাকে জয় করে গ্রামে ফিরলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দাসপুর১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামালডিহি গ্রামের ৩ জন।স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর গত ১৫ মে দিল্লি গান্ধীনগর থেকে ট্রেনে করে তারা বাড়ি ফিরেন । জানা যায় তারা প্রত্যেকেই সোনার কাজ করতেন ।এদের মধ্যে একই পরিবারের দুজন ছিলেন ।ট্রেন থেকে নামার পরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় এবং ২০ মে তাদের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় ওইদিনই তিনজনকে করোনা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল ।করোনা আক্রান্তের খবর জানাজানি হতেই গ্রামটিকে সিল করে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয় ।শুক্রবার দিন সকালে (২৯ মে) করোনাকে জয় করে বাড়ি ফিরলেন দুই মহিলা সমেত এক যুবক ।এরা হলেন রিয়া মাইতি, জয়ন্তী পড়িয়া ও যুবকের নাম অমিত মাইতি ।তারা প্রত্যেকেই দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামালিহী গ্রামের বাসিন্দা ।
5
previous post