The villagers chase the elephants
আরও পড়ুন ঃ- কেশিয়াড়িতে ফের হাতির তান্ডব, আতঙ্কে এলাকাবাসী
আরও পড়ুন ঃ-তেলের পাইপ লাইন থেকে দুর্ঘটনা ঘটলে করণীয় কি, আই ও সি-র মক ড্রিল মহিষাদলে
পত্রিকা প্রতিনিধি: গত চার-পাঁচ দিন ধরেই গোয়ালতোড় বনাচঞ্চলের শাখাডাঙ্গা, ধরমপুর, কদমডিহি, দেবগ্রাম প্রভৃতি গ্রামে প্রায় ৪০-৫০ টি হাতির পাল দাপিয়ে বেড়াচ্ছে। অথচ বন দফতরের পক্ষ থেকে হাতি তাড়ানোর কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। এর ফলে আলু সহ মাঠের শীতকালীন বিভিন্ন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি গ্রামে প্রবেশ করে বাড়ি ভাঙচুর করছে। বনদফতরের ওই উদাসীনতার কারণে গ্রামবাসীরা নিজেরাই হাতি তাড়ানোর উদ্যোগ নেন।
আর সেই হাতি তাড়াতে গিয়েই শুক্রবার রাতে হুলার আগুণে পুড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হল একাদশ শ্রেণির ছাত্র। অভিযোগ ওই ছাত্রের চিকিৎসার ব্যবস্থাতো দুরের কথা তার খোঁজ খবর পর্যন্ত নেয়নি বনদফতরের আধিকারিকরা। তাদের ওই উদাসীনতার কারণেই বনদফতরের কার্যালয়ে এসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে গত ৪-৫ দিন ধরে ধরমপুরের জঙ্গলে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। হাতি তাড়ানোর জন্য আশেপাশে গ্রামের বাসিন্দারা শুক্রবার রাতে একত্রিত হয়ে হাতি তাড়ানোর কাজ শুরু করেন। সেই সময় একটি হাতি হঠাৎ করেই তুহিন মাহাত নামে এক একাদশ শ্রেণির পড়ুয়ার দিকে এগিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একজন হুলা ছুঁড়ে মারে হাতির দিকে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই আগুণ তুহিনের গায়ে লাগে। জ্বলন্ত হুলা গায়ে লেগে গুরুতর আহত হয় তুহিন।তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
The villagers chase the elephants
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore