Home » সংকটে দুই মেদিনীপুর সহ জঙ্গলমহল ! গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ১১৭৬, সুস্থ ৯০৩ , মৃত ৩ জন

সংকটে দুই মেদিনীপুর সহ জঙ্গলমহল ! গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ১১৭৬, সুস্থ ৯০৩ , মৃত ৩ জন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে এই দেশ ও পশ্চিমবঙ্গকে আবার আতঙ্কিত করতে শুরু করেছে। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের চিত্রটিও ভয়ঙ্কর। আর এমতাবস্থায় গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১১৭৬ জন। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ৪৬২ , পূর্ব মেদিনীপুর জেলায় ৫৯৭ ও ঝাড়গ্রামে ১১৭ জন । পাশাপাশি এই ৩ জেলায় সুস্থ হয়েছে ৯০৩ জন অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে ৩ জনের বলে রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।

তাই প্রশাসনের পক্ষ থেকে আবার গত বছরের মতো সমস্ত রকমের সতর্কতা গ্রহণ করা হচ্ছে যাতে মানুষকে এই মহামারীর কবল থেকে বাঁচানো যায়। এরই অঙ্গস্বরুপ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় জনগণকে সচেতন করতে প্রচার অভিযান শুরু করা হয়। এই অভিযানের লক্ষ্য হল মানুষকে করোনা বিষয়ে জানানো ও করোনা নিয়ে সব রকম বিধি নিষেধ মেনে চলার জন্য আবেদন করা।

এবিষয়ে স্বাস্থ্যকর্তারা বলেছেন যে করোনার ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ আরও অনেক বেশি ছড়িয়ে পড়েছে। জনসংখ্যার একটি বড় অংশ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবা বেশি। মনে করা হচ্ছে যে এই মহামারীটি এবার সেই সমস্ত জেলাগুলিতেও প্রভাব ফেলবে যা প্রথম তরঙ্গ ছুঁতে পারেনি। তবে চিকিৎসকদের একাংশের কথায় এই করোনা দ্বিতীয় ঢেউয়ে শিশু – কিশোরদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.