Indigenous woman’s half-naked body recovered in Pingla, West Midnapore police find murder within hours
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফাঁকা মাঠ থেকে এক গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। খুন করা হয়েছে ওই গৃহবধূকে বলে অভিযোগ স্থানীয়দের। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পিংলা থানার জামনা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উজান এলাকায়। জানা গিয়েছে ওই মৃত গৃহবধূর নাম বেহুলা সিং। বয়স আনুমানিক ৩৫ বছর।
আরও পড়ুন:- দিল্লীর হিংসাকান্ডে মূল অভিযুক্তদের সন্ধানে হলদিয়ায় পুলিশের ৩ সদস্যের প্রতিনিধি দল, হতবাক এলাকাবাসী
আরও পড়ুন:- মাও সতর্কতায় বেলপাহাড়ী সহ ঝাড়খন্ড সীমানায় ঝাড়গ্রাম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অব্যাহত
বুধবার সকালে উজান এলাকায় স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করতে যাওয়ার সময় ফাঁকা মাঠে অর্ধনগ্ন অবস্থায় ওই গৃহবধূর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর তৎক্ষণাৎ ছড়িয়ে পড়তেই ভিড় জমান স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় পিংলা থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ একমাত্র পুত্রকে নিয়ে একটি বাড়িতে থাকেন। মঙ্গলবার রাত থেকেই ওই মহিলা বাড়ি ফেরেননি।
Pingla
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে দুই যুবককে পিষে দেওয়া ঘাতক লরি আটক, রাতেও নজরদারি পুলিশের
আরও পড়ুন:- ভরদুপুরে ঝাড়গ্রামের অতিথিশালায় হঠাৎ হাজির ‘রামলাল’, ভেতরে ঢুকে সাবাড় সব্জি-ফলমূল, দেখল সকলের বিস্ময়-চোখ
স্থানীয়দের অনুমান খুন করা হয়েছে ওই গৃহবধূকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী। উল্লেখ্য গত কয়েকদিন আগে পিংলা থানার কালুখাড়া এলাকার এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এলাকার দশম শ্রেণীর ছাত্রী ডেবরায় মামা বাড়ি থেকে পড়াশোনা করছিল। গত মঙ্গলবার মামাবাড়িতে প্রতিবেশী এক যুবক তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাই রীতিমত মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে জোরালো প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:- হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রামে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ বিডিও
পুলিশ ওই ঘটনায় ওই গ্রামের বাসিন্দা রঞ্জন সিংকে গ্রেপ্তার করেছে। ওই মহিলার সঙ্গে শ্রমিকের কাজ রঞ্জন করত বলে জানা গিয়েছে। পুলিশ সুপার দীনেশ কুমার, এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। একটি মামলা রুজু করা হয়েছে। কী ঘটনা ঘটেছিল ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। তার আগে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা রঞ্জন সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:- খড়্গপুর শহরে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের
অপরদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে ডেবরা ৫/১ অঞ্চলের বাড়াগড় এলাকায় জমি জায়গা বিবাদের জেরে এক স্কুল শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয় নিয়ে বুধবার দুপুরে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই মহিলা। এমনকি নিচু জাত তুলে গালি গালাজ করা হয় বলে অভিযোগ মারধর করা হয় মহিলার স্বামীকেও। বুধবার সকাল দশটা নাগাদ হঠাৎ করে বাড়ির পাশের দুই ব্যক্তি গৌতম সাও ও তার ছেলে এসে বাড়িতে হামলা চালায় বলে মহিলারা অভিযোগ। এই নিয়ে গৌতম সাউকে বারংবার ফোন করা হলেও মোবাইল সুইচ অফ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Pingla
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore