Home » Midnapore : অমানবিক! মেদিনীপুরে রক্তাক্ত অবস্থায় বাস থেকে নেমে পড়ে রইলেন ৫ ঘন্টা, হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ

Midnapore : অমানবিক! মেদিনীপুরে রক্তাক্ত অবস্থায় বাস থেকে নেমে পড়ে রইলেন ৫ ঘন্টা, হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore : অসুস্থ অবস্থায় বাস থেকে নেমে প্রায় ৫ ঘন্টা রাস্তাতেই পড়ে রইলেন এক যুবক। ঘটনাটি মেদিনীপুর শহরের জেলা শাসক দপ্তরের কাছে এলআইসি মোড়ে। মুখ দিয়ে রক্ত বেরনো অবস্থায় পড়ে ছিলেন ওই যুবক। যদিও এক রিক্সা চালক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অসুস্থ ব্যক্তির কাগজপত্র ও পরিবারের লোকজনের খোঁজ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অসুস্থ অবস্থায় বাস থেকে নেমে প্রায় ৫ ঘন্টা রাস্তাতেই পড়ে রইলেন এক যুবক। ঘটনাটি মেদিনীপুর শহরের জেলা শাসক দপ্তরের কাছে এলআইসি মোড়ে। মুখ দিয়ে রক্ত বেরনো অবস্থায় পড়ে ছিলেন ওই যুবক। যদিও এক রিক্সা চালক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অসুস্থ ব্যক্তির কাগজপত্র ও পরিবারের লোকজনের খোঁজ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

Midnapore
নিজস্ব চিত্র

আরও পড়ুন : কুলটিকরী ইয়ং ফ্রেন্ডস কালচারাল এসোসিয়েশন এর গণেশ পূজার উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস

সেসব না দেখাতে পারায় ভর্তি নেয় নি বলে অভিযোগ। পুনরায় তাকে রাস্তার পাশে রেখে যায় রিক্সাচালক। অনেক পরে বিষয়টি জানতে পেরে ছুটে যায় সাংবাদিক। সাংবাদিকই মূলত উদ্যোগ নিয়ে হাসপাতালে পাঠায়। ততক্ষণে সেখানে হাজির হয় পুলিশ ও অন্যান্য কর্মীরা। চিকিৎসকরা দেখে জানায় তার মৃত্যু হয়েছে। বুধবার এমনই ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর শহর।

আরও পড়ুন : বন দফতরের অনুমতি ছাড়া কেশপুরে কাটা হলো গাছ, বাজেয়াপ্ত শতাধিক গাছের লগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় দে (৩৭)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায়। চিকিৎসার জন্যই সে মেদিনীপুরে এসেছিল। মেদিনীপুর শহরের এলআইসি মোড় এলাকাতে গড়বেতার দিক থেকে আসা বাসগুলি একটি স্ট্যান্ডে দাঁড়ায়। সেখানে রিক্সা ও টোটো স্ট্যান্ড রয়েছে। সকাল সাতটা নাগাদ গড়বেতা থেকে আসা একটি বাস সেখানে দাঁড়িয়ে অসুস্থ যুবক ধনঞ্জয়কে স্ট্যান্ডে নামিয়ে দেয়।

Midnapore

বাসের খালাসী সেখানে দাঁড়িয়ে থাকা এক রিকশাচালককে জানায়, ‘এ অসুস্থ রয়েছে হাসপাতালে নিয়ে যাও’ বলে রিকশা চালকের হাতে কুড়ি টাকা ধরিয়ে দেয়। রিকশাচালক কার্তিক রানা অসুস্থ ও মুখ দিয়ে ফেনা ও রক্ত বের হওয়া যুবককে নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সিতে যায়। রিক্সা চালক তাকে কোনভাবে নিয়ে হাজির হলেও দায়িত্বে থাকা চিকিৎসকরা নাকি রিকশাচালকের কাছে ওই ব্যক্তির কাগজপত্র, বাড়ির লোকজনের খোঁজ করে।

আরও পড়ুন : গোয়ালতোড়ে হাতির হানায় জখম এক মহিলা, ক্ষতি চাষের

উত্তর দিতে না পেরে সেখান থেকে পুনরায় তাকে তুলে এনে এলআইসি মোড়ের বাসস্ট্যান্ডে শুইয়ে দেয়। কার্তিক রানা বলেন, “আমার কাছে আধার কার্ড, ওর পরিবারের লোকজনের খোঁজ করছিল হাসপাতালে। আমি কোথায় পাবো এসব। অতসব না দিতে পেরে আমি আবার তাকে সেখান থেকে তুলে এনে এখানে শুইয়ে দিয়েছিলাম।” কাগজপত্র না থাকায় কেন ভর্তি নিল না হাসপাতাল উঠছে প্রশ্ন। স্থানীয় মারফত জানতে পেরে মেদিনীপুরের মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় হাজির হন।

আরও পড়ুন : জমিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষ, মেদিনীপুর পৌরসভার কর্মীসহ জখম ১০

পৌরসভাতে ফোন করে তিনি প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। ততক্ষণে বিষয়টি জানতে পেরে সেখানে হাজির হয় সাংবাদিক। স্থানীয় সাংবাদিক ট্রাফিক পুলিশের সহযোগিতায় উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে পুনরায় পাঠায়। অন্যদিকে মেদিনীপুর পৌরসভার লোকজন হাজির হয়ে যায় হাসপাতালে। প্রায় পাঁচ ঘণ্টা পড়ে থাকার পর মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকরা যখন তাকে দেখা শুরু করে ততক্ষণে তার মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন : “যারা লুঠেপুটে খাচ্ছে তারাই দলের সম্পদ”, তৃণমূলের মন্ত্রী শ্রীকান্ত মাহাত’র মন্তব্যে শোরগোল

চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। ভর্তি হওয়ার মুহূর্তে হাজির হয়েছিল মৃত যুবকের বাবা নীলমণি দে। তিনি বলেন, “বাস থেকেই আমার ছেলের ফোন থেকে কেউ আমাকে ফোন করেছিলেন ছেলে অসুস্থ বলে। আমি গড়বেতা থেকে আসতে দেরি হয়েছে, ততক্ষণ আমার ছেলে পড়েছিল। খবর পেয়ে আমি যখন এসেছি তখন দেখলাম আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ তুলে নিয়ে আগে চিকিৎসার ব্যবস্থা করেনি।”

বিষয়টা নিয়ে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান বলেন, “আমরা এই বিষয়টা জানতে পারিনি। যতক্ষণে জানতে পেরেছিলাম ততক্ষনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতাল প্রথমে তাকে ফিরিয়ে দিয়েছে এমন বিষয় জানা নেই।”

আরও পড়ুন : নালা উপচে বৃষ্টির জল ঢুকল কাউন্সিলরের বাড়িতে, ডুবল মেদিনীপুর শহরের অলিগলি

আরও পড়ুন : রাজ্যস্তরে ক্যুইজ প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য মেদিনীপুর রয়্যাল অ্যাকাডেমি’-র

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.