In Egra municipality, only one councilor attended the deputy mayor election meeting
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রশাসনিক সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত গঠন হলনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভারভাইস-চেয়ারম্যানের পদ। উল্লেখ্য, প্রশাসনিক নিয়ম মতে আজ , অর্থাৎ ২১ এপ্রিল ভাইস চেয়ারম্যান গঠনের জন্য পুরসভার ১৪টি ওয়ার্ডের কাউন্সিলর ও পুরো প্রশাসনিক কর্তাদের ডেকেছিলেন নব-নির্মিত চেয়ারম্যান স্বপন কুমার নায়ক। তবে এদিন পৌরসভায় ১৪ টি কাউন্সিলরের মধ্যে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত হয়ে ছিলেন।
আরও পড়ুন:- পরীক্ষার সময় অগ্নিনির্বাপক পাইপলাইন ফেটে ডুবল মেদিনীপুর হাসপাতালের ওয়ার্ড, ভোগান্তিতে রোগীরা
তবে পুরসভার আইন অনুযায়ী ৫ কাউন্সিলর কে নিয়ে ফোরাম আয়োজিত হয় । তবে এদিন ১৪ জনের মধ্যে ১ জন উপস্থিত থাকায় কোরাম না হওয়ার জন্য আজ এই ভাইস চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তবে পরবর্তী সময়ে আবার নোটিশ জারি করে তার নির্বাচন প্রক্রিয়া হবে বলে পুরসভা সূত্রে জানা যাচ্ছে। এ বিষয়ে এগরা পুরসভার নবনির্মিত চেয়ারম্যান স্বপন কুমার নায়ক বলেন, কাউন্সিলররা কেন উপস্থিত হননি এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার।
Egra municipality
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুটার আরোহীর, এলাকায় চাঞ্চল্য
আরও পড়ুন:- মাও আতঙ্ক! ঝাড়গ্রামে বিকেল গড়ালেই তৃণমূলের পার্টি অফিসে ঝুলছে তালা, আতঙ্কিত নেতা- কর্মীরা
এ বিষয়ে আমার বলার কিছু নেই। তাছাড়া পুরসভা আইন অনুযায়ী পুরসভায় ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে হবে। পুরসভার চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যানের প্রয়োজন রয়েছে। তাছাড়া রাজ্য থেকে ভাইস চেয়ারম্যান পদে এগরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের জয়ী প্রার্থী জয়ন্ত সাউ নাম এসেছে। তবে আজ ১৪ জন কাউন্সিলরের মধ্যে একজন ছাড়া বাকি কেউই উপস্থিত না হওয়ায় তা গঠন করা সম্ভব হয়নি।
Egra municipality
আরও পড়ুন:- কয়েক লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিল,দিন রাত জ্বলছে পথবাতি, নজর নেই পৌর প্রশাসনের! খড়ার পুরসভায় ক্ষোভ এলাকাবাসীর
তবে সকল কাউন্সিলরদের নিয়ে খুব শীঘ্রই ভাইস-চেয়ারম্যান গঠন করা হবে বলে জানান তিনি। অপরদিকে এবিষয়ে সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ বলেন , আমাদের দলের পাঁচ জন কাউন্সিলরে দলের বিশেষ বৈঠক ছিলেন তাই তারা ভাইস চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়ায় উপস্থিত হতে পারেনি। তাছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তা পুরসভার দায়িত্ব। তাছাড়া এই তৃণমূল দল একটি উৎশৃংখল দল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Egra municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore