পত্রিকা প্রতিনিধিঃ তৃণমূল যদি ফিরে আসে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে। কাশ্মীরের মতো অবস্থা হবে,গলায় কন্ঠী কপালে তিলক আর ধুতি পরা বন্ধ হবে পশ্চিমবঙ্গে বলে দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথির ভাজাচাউলির জনসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়’কে নিশানা করে শুভেন্দু বলেন , যদি বাংলায় ২ শতাংশ কাজ হয়ে থাকে, ২ কোটি যদি চাকরি দিয়ে থাকেন তাহলে বাংলার মানুষ’কে পা দেখাচ্ছেন কেন ? ভোটের আগে আপনার দুটো হাতে দুটো রিপোর্ট কার্ড থাকত। আর বলতেন আমি ১০ বছরে এত কাজ করেছি আপনারা কেন ভোট দেবেন না। সে সব কোনো নেই, কি খেলা হবে।
বাংলাদেশ থেকে সব স্লোগান আমদানি করেছেন স্লোগান। তাছাড়া পশ্চিমবঙ্গে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে আমরা পশ্চিমবঙ্গে আছি , আর মাননীয়া পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশ হয় তার ব্যবস্থা করছেন। আর তিনি নাকি এখন লিখেছেন বাংলার মেয়ে ! আপনাকে বাংলার মেয়ে বলে বাংলার মা রা মনে করেন না।কারন আপনি বাংলার ছেলে মেয়েদের চাকরি দেননি। পানের দোকানে , চায়ের দোকানে মদের পাউজ বিক্রি করার ব্যবস্থা করেছেন। তাছাড়া আপনি হলেন ” বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু, আর রোহিঙ্গাদের খালা ” ।
এটাই আপনাদের পশ্চিমবঙ্গের লোকেরা মনে করে। তাই এই তৃণমূল আর নয়। এদের এবার হারাতে হবে। তিনি আরও বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি- ভোট এবার হবে, নিজের ভোট নিজেই দেবেন। আর যদি না চান তাহলে আমাদের ভোট দেবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, অরুপ দাশের জনসভা করতে ২১ শে মার্চ অমিত শাহ আসছেন , শিশির অধিকারী থাকবেন মঞ্চে ঝড় উঠবে। আমার মেরুদন্ড সোজা রয়েছে আমাকে কেউ তাড়ায়নি । আমি পদ মন্ত্রীত্ব সব ফেলে দিয়ে চলে এসেছি। কারন আমি কোনো কোম্পানির তত্ত্বাবধনে কাজ করতে চাই না। তাছাড়া ২০১৯ শে হাফ হয়েছে ২১ শে সাফ করতে হবে। আর পশ্চিমবঙ্গে এবার ভারতীয় জনতা পার্টির সরকার হবে। তবে এদিন জনসভায় শেষের দিকে তিনি সকলকে জোটবদ্ধ হয়ে আগামী ২৪ মার্চ মোদীজীর জনসভায় আসার আহ্বান জানান।