Covid rate
আরও পড়ুন ঃ–করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই প্রস্তুতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে
শুভম সিংঃ করোনা (Covid) সংক্রমণ উদ্বমুখী হলেও অবশেষে ৬৩ দিন পর ভারতে দৈনিক মৃতের (DAily Corona Deaths) সংখ্যা কমল লাখের নিচে। ৮৬ হাজার ৪৯৮ জন করোনা (Covid Update) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে ক্লান্ত ভারতবর্ষ। তবে মৃতের সংখ্যায় তেমন কোনও হেরফের নেই। তবে গতকালের তুলনায় কমছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু (Death toll) হয়েছে ২ হাজার ১২৩ জনের। দেশে করোনায় আক্রান্ত (Covid Update) হয়ে মোট মৃতের সংখ্যা(Death toll) গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩। আর এই মুহূর্তে সক্রিয় রোগী সংখ্যা ১৩ লক্ষ ৩ হাজার ৭০২ জন। গত কালের তুলনায় প্রায় ৯৮ হাজারের কাছে কম। মোট সুস্থ (Total discharge) হয়েছেন ২ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার ৪৬২ জন। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন (discharge) ১ লক্ষ ৮২ হাজার ২৪২ জন।
এহেনঅবস্থায় দুই মেদিনীপুর (Purba & Paschim Medinipur) ও ঝাড়গ্রামে (Jhargram) গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৫৩ জন । এরমধ্যে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) ৩২৩ , পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) ৩৮৪ ও ঝাড়গ্রামে (Jhargram) ৪৬ জন । অপরদিকে ৩ জেলায় সুস্থ হয়েছেন ১৫৫১ জন ও দুই মেদিনীপুরে মৃত্যু হয়েছে ৬ জনের বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন (West Bengal Covid Bulletin) সূত্রে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid rate
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore