পত্রিকা প্রতিনিধি – মঙ্গলবার সকালে হলদিয়া ব্লকের কাষ্ঠখালি বড়পুল এলাকায় জ্বর সর্দি কাশিতে আক্রান্ত বাষট্টি বছর বয়স্ক এক ব্যক্তির মৃত্যু ঘিরে করোনা আতঙ্ক ছড়াল। ওই ব্যক্তির কলকাতার বউবাজার এলাকায় ঘি ব্যবসা রয়েছে। লকডাউনের পর দোকান খুলতে দিন দশেক আগে কলকাতা যান। রবিবার জ্বর নিয়ে বাড়ি ফেরেন তিনি। স্থানীয় বাড়সুন্দরা স্বাস্থ্য কেন্দ্র থেকে করোনার উপসর্গ রয়েছে বলে তাঁকে জানানো হয়। সোমবার হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়নি কোনও গাড়ি বা অ্যাম্বুলেন্স। ছেলের বাইকে করে হাসপাতালে গেলে লালরস নেওয়া হয়। বেড না থাকায় ভর্তি নেয়নি বলে অভিযোগ। তিনি বাড়ি ফিরে বাড়ির তিন তলার ঘরে আলাদা ভাবে ছিলেন। এদিন সকালে কাশতে কাশতে বিছানা থেকে পড়ে যান। পরে তাঁর মৃত্যু হয়। নাম শিব নন্দন সামন্ত বয়স ৬২ পাড়ার লোকজন ভয়ে কেউ ওই বাড়িতে যাচ্ছে না। পুলিস, ব্লক প্রশাসন, স্বাস্থ্য দপ্তর কে জানানো হয়েছে। এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির হাইসুগার, হার্টের রোগ ছিল।
0