পত্রিকা প্রতিনিধিঃ শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার পরেই হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। তবে হলদিয়া শিল্পাঞ্চলে দাদার অনুগামী নামে হিসেবে ছিলেন পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর। তবে গত ১৫ জানুয়ারি হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক পদত্যাগ করেন। এরপর দীর্ঘ জল গড়িয়েছে হলদিয়া শিল্পাঞ্চলে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়া পুরসভার কাউন্সিলরদের সম্মতিপত্র নিয়ে ছিলেন ।
কিন্তু সেখানে চেয়ারম্যান সহ কাউন্সিলর অনেকেই উপস্থিত ছিলেন না। আর তার পর সোমবার কলকাতার রাজ্য বিজেপির কার্যালয়ে হলদিয়া শিল্পাঞ্চলের তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা শ্যামল কুমার আদক, সত্যব্রত দাস, সুপ্রিয় দাস সহ ৩০০ জন কর্মীদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।
তবে নির্বাচনের ঠিক আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলিতে ভাঙন অব্যহত। কেউ টিকিট না পেয়ে গোঁসা করে ছাড়ছেন দল। আবার কেউ জানাচ্ছেন, ‘দলের মধ্যে কথা বলার সুযোগ ছিল না। তাই দল ছাড়ছি। তবে নির্বাচনের পরে কি হলদিয়া পুরসভা বিজেপির দখলে ? আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।