পত্রিকা প্রতিনিধি : হলদিয়া থেকে এস বি এস টি বাসে করে কলকাতায় গিয়েছিলেন দোকানের পাইকারি বাজার করার জন্য। হলদিয়ার এক ব্যবসায়ী কলকাতা থেকে ফেরার পথেই ধর্মতলা বাসস্ট্যান্ডে বাসে ওঠার মুহূর্তেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। তৎক্ষণাৎ সেখানেই তার মৃত্যু হয় বলে বিশেষ সূত্রে জানা যায়। হলদিয়ার কে এই ব্যবসায়ী সেই নিয়ে ধর্মতলা বাস স্ট্যান্ড এর মধ্যে গুজব তৈরি হয়। আচমকাই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হয়। ধর্মতলা থেকে প্রথম ছবি পাঠান ভবানীপুর থানার সিভিক আরিফ বিল্লাহ। সেই ছবির সূত্রে জানা যায় ওই ব্যবসায়ী চৈতন্যপুর গ্রামের বাসিন্দা পান্নালাল প্রধান বয়স ৬৭। চৈতন্যপুর বাজারে প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে স্টেশনারি দ্রব্য বিক্রি করেন। আজ সকালেই হলদিয়া ধর্মতলা বাস হয়ে গিয়েছিলেন মার্কেটিং করার জন্য। তারপরেই বাসে ফেরার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায়। এই ঘটনা খবর পৌঁছাতেই ব্যবসায়ী মহলের শোকের ছায়া নেমে আসে। সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর এলাকায় এই সংবাদ পাওয়ার পরেই গ্রামে এবং চৈতন্যপুর দোকানদারদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
0