পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের ( গত ১১ জুনে) রিপোর্ট অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড়ে ও পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি তে প্রথম করোনা আক্রন্তের হদিশ মেলে। জানা যায় ওই কোভিড আক্রান্ত যুবকেরা ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিল। মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল শূণ্য। কিন্তু শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানা যায় গুড়গুড়িপাল থানার মনিদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের এক যুবকের করোনা পজেটিভ ধরা পড়ে। ঐ যুবক গুজরাটে কাজ করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে কোয়ারেন্টাইনে ছিল। তাঁকে মেদিনীপুর কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তরফে ওই যুবক কার কার সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । শুক্রবার রাতেই মনি দহ গ্রাম পঞ্চায়েতের গ্রামের একাংশ বাঁশ দিয়ে ঘিরে কনটেইনমেন্ট জন ঘোষণা করার পাশাপাশি বসানো হয় পুলিশ পিকেট।
করোনায় খাতা খুলল গুড়গুড়িপাল, আক্রান্তকারী যুবক পরিযায়ী শ্রমিক
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -