পত্রিকা প্রতিনিধি:
এদিন দুপুরে ঐ করোনা আক্রান্ত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলে মেদিনীপুর ধেড়ুয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গুড়গুড়িপাল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে অশালীন মন্তব্যেরও অভিযোগ তুলেন স্থানীয় মহিলারা। প্রথম দফার অবরোধ উঠলেও, কিছুক্ষণ পরে মনিদহ গ্রাম পঞ্চায়েতের সামনে গিয়ে ফের অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে যানবাহন। স্থানীয় বাসিন্দা শুভম দোলই, রতন দোলইরা বলেন, “আমাদের গ্রামে এক যুবকের করোনা আক্রান্ত হওয়ায় পাশের গ্রামের মাঠে গবাদি পশু চরাতে গেলেও বাধা দেওয়া হচ্ছে। দোকানে কোনো জিনিসপত্র দিচ্ছে না। পুলিশ প্রশাসন কোনো রকম সাহায্য করেনি।” মনিদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জন কুমার বেরা জানান, “করোনা সংক্রমণ ধরা পড়ায় ঐ গ্রামে কিছুটা এরিয়া বাফার জোন করা হয়েছে। তার বাইরে দোকানপাট খোলা রয়েছে। সামাজিক দূরত্ব রেখে, নির্দিষ্ট সময়ে বাজার হাট করতে পারবেন গ্রামবাসীরা।”