Arjun Singh
আরও পড়ুন ঃ–ঝাড়্গ্রামে তৃণমূল-বিজেপির সংঘর্ষে নিহত ১ তৃণমূল কর্মী
আরও পড়ুন ঃ–মহিষাদলে এসে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক
পত্রিকা প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-র পাখির চোখ বাংলা। আর সেই বাংলায় তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরাতে একপ্রকার মরিয়া গেরুয়া শিবির। রাজ্য নেতৃত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গে নিয়মিত নির্বাচনী করছেন বিজেপির-র কেন্দ্রীয় স্তরের নেতারা। সেই মতো ময়না বিধানসভার প্রার্থী অশোক দিন্দা সমর্থনে সোমবার রবিদাসপুরে জনসভা করলেন সাংসদ অর্জুন সিং ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী রায় চৌধুরী।
এদিন মঞ্চ থেকে সাংসদ অর্জুন সিং বলেন, দিদিমনি আপনার সময় শেষ। দিদিমনি একটাই পোস্ট বাকি সবাই ল্যাম্পপোস্ট। তাছাড়া আগামী ২ রা মে দিদিমনি ভাইপো কে কোলে নেবে তারপর থাইল্যান্ডে চলে যাবে। দিদিমনি সব জায়গাতে গিয়ে বলছে সুপার স্পেশালিটি হাসপাতাল করছেন করেছেন অথচ দেখুন ডাক্তার নেই ঠিক মতো পরিসেবা নেই সেইজন্য আক্রান্ত হওয়ার পর নিজে কলকাতা চলে গেলেন।
অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী রায় বলেন আমরা ভাবছি দিদিমণি কোন খেলা কথা বলছেন। ১৩৬ জন কে হত্যা করেছিল গতকাল আবার একজন কি করলো দিদিমণি কি এই খেলা খেলতে চাইছেন। ভারতবর্ষের কোন রাজ্যে এরকম রাজনৈতিক হিংসা নেই। রাজনৈতিক হিংসার কারণে এখানে শিল্প বিনিয়োগ আসে না।২ রা মে পর এই প্রতিহিংসা পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Arjun Singh
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore