Home » তৃণমূল বিজেপির সংঘর্ষ, আক্রান্ত ঘাটাল থানার ওসি

তৃণমূল বিজেপির সংঘর্ষ, আক্রান্ত ঘাটাল থানার ওসি

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিক‍া প্রতিনিধি: ঘাটালে তৃনমুল বিজেপি সংঘর্ষ,তা থামাতে গিয়ে মাথা ফাটল ঘাটাল থানার ওসির।বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বরদচৌকন রাণীরবাজার এলাকায়।আহত ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মী। ghatal news, ghatal news, medinipur news, latest bengali news, biplabi sabyasachi news
পুলিশের উপর আক্রমণের ঘটনায় বেশকয়েকজনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ।তৃণমূলের দাবি,রাণীরবাজারে তাদের দলীয় কার্য্যালয়ে তালা দিয়ে রেখেছিল বিজেপি চাবি চাইতে গিয়ে বিজেপির লোকজন অতর্কিতে আক্রমণ করে তাদের কর্মীদের।ঘটনায় তাদের কয়েকজন কর্মী গুরুত্বর আঘাত পেয়েছে।দলীয় কার্য্যালয় তালা দেওয়াকে কেন্দ্র করে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘাটাল থানার ওসির নেতৃত্ব পুলিশ পৌঁছলে পেছন থেকে ওসি দেবাংশু ভৌমিককে আঘাত করা হয় মাথায় অপর এক পুলিশ কর্মীও চোট পান।ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের দাবি,বিজেপির লোকজন পরিকল্পিত ভাবে ওসিকে আক্রমণ করে পেছন থেকে।তিনি নিজে দেখেছেন ওসির মাথা ফাটা অবস্থায়।ঘটনার নিন্দা করে আগামীকাল রাজনৈতিক ভাবে প্রতিবাদ স্বরূপ পথে নামবে তারা।

আরো পড়ুন- দিঘা সমুদ্রে তলিয়ে গেল ৫ টি বোল্ডার বোঝাই ডাম্পার,অল্পের জন্য রক্ষা পেলেন চালকেরা

তৃণমূল বিজেপির সংঘর্ষ, আক্রান্ত ঘাটাল থানার ওসি

ঘাটাল বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি শীতল কপাট তৃণমূলের অভিযোগ উড়িয়ে জানান,”তৃণমূল বর্তমানে যে সব কাজকর্ম করছে সেকারণে সাধারণ মানুষ তৃণমূলের পার্টি অফিস তালা দিয়ে দিয়েছে।সেটাকেই ওরা চক্রান্ত করে বিজেপির নামে দোষ চাপাচ্ছে।তৃণমূলের অভিযোগ সম্পুর্ন ভুল এমনকি ওসিকে মারধর করার অভিযোগও মিথ্যা।তিনি আরও বলেন,শুক্রবার সন্ধ্যায় তালা দেওয়ার ঘটনা ঘটে তৃণমূলের তরফে থানায় জানায় থানা থেকে কল করা হয়েছিল বিজেপিকে, তারা পুলিশকেও জানায় তারা তালা দেয়নি সাধারণ মানুষ দিয়েছে তাদের কাছে তালা আছে এবিষয়ে তারা কিছু জানেনা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তৃণমূলের ছেলেরা উদয় নামের এক বিজেপি কর্মী দোকানে কাজ করছিল তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে।খবর পেয়ে বিজেপির কর্মীরা গেলে দু’পক্ষের হাঙ্গামার মতো ঘটনা ঘটে।সেসময় ঘাটাল থানার ওসি সহ পুলিশ যায় এবং লাঠিচার্জ করে।ওই মুহুর্তে কে ওসিকে মেরেছে সেটা জানিনা তবে একটা কিছু দূর্ঘটনা ঘটেছে ওসিকে দেখে বুঝা যায়।তবে আমাদের ছেলেরা ওসিকে মারধরের মতো জঘন্য কাজ করেনি।বর্তমানে যা পরিস্থিতি তৃণমূল যদি ওসিকে মারে কোনও দিনও ওসি বলবেনা তৃণমূল মেরেছে।তবে অস্বীকার করা যাবেনা কিছু একটা হয়েছে ওসি দেখেই বোঝা গেছে।”ঘটনার পর থমথমে রাণীরবাজার এলাকা,মজুত রয়েছে বিশাল পুলিশ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.