পত্রিকা প্রতিনিধি :পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন ৪ টি বিভাগ খুলতে চলেছে দমকল দফতর। করোনা পরিস্থিতিতেও অন্যান্য বিভাগের মতো ঝুঁকি নিয়ে নিয়মিত কাজ করে চলেছে দমকল বিভাগ। সরকারি দফতর থেকে করোনা হাসপাতাল বা কনটেইনমেন্ট জোন সবেতেই স্যানিটাইজ করার জন্য ডাক পড়ছে দমকলের আধিকারিকদের।জীবনের ঝুঁকি নিয়ে নানারকম কাজে লিপ্ত থাকেন কল কর্মীরা । কর্মীর সংখ্যা বা ইঞ্জিন পর্যাপ্ত আছে কিনা তা না দেখেই নিজেদের কাজে ঝাঁপিয়ে পড়ে এই বিভাগ। তবে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে সুখবর। জেলাতে আরো ৪ টি নতুন ইউনিট হচ্ছে। বর্তমানে ৩ টি ইউনিট রয়েছে। তার সাথে গড়বেতা, সবং, ডেবরা ও বেলদা এই ৪ টি স্থানে নতুন ৪ টি ইউনিট গড়ার প্রস্তুতি চলছে। বুধবার এমনই জানালেন ডিভিশনাল অফিসার (ডিও) তপন কুমার বসু। তিনি বলেন, “এই চারটি ইউনিট চালু হয়ে গেলে দ্রুত সমস্যার সমাধান করতে পারবে দমকলকর্মীরা ।”
2
ু
previous post
সুবর্ণরেখা নদীতে নৌকাডুবি
next post