Home » Illegal Wood : অবৈধ কাঠ চেরাই মেশিন তুলে নিয়ে গেল বন দফতর

Illegal Wood : অবৈধ কাঠ চেরাই মেশিন তুলে নিয়ে গেল বন দফতর

by Biplabi Sabyasachi
0 comments

Forest department seized the illegal wood sawing machine. A mill has been sealed at Ananadpur.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আগে দু’বার সিল করেছিল বন দফতর। তারপরও লুকিয়ে চলছিল কাঠ চেরাই মিল। অবশেষে গড়বেতা আদালতের নির্দেশে মেশিন তুলে নিয়ে গেল বন দফতর। ঘটনাটি বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা রেঞ্জের সাতবাঁকুড়াতে। গত সপ্তাহে শনিবার চন্দ্রকোণার পাথরাতে এমনই একটি মিলের স-মেশিন তুলে নিয়ে গিয়েছে বনবিভাগ। তাতে অবশ্য নানা কাঠখড় পোড়াতে হয়েছে বন দফতরকে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এক বছর আগেও বনদফতরের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছিল ৷ কাঠ মিলের মালিকদের হুঁশিয়ারি দিয়ে অনুমতি নিতে বলা হয়েছিল। কিন্তু তা হয় নি। পরিস্থিতি দেখে ফের অভিযান শুরু হয়। বিশেষ করে গড়বেতার বিভিন্ন এলাকাতে বেআইনি ভাবে গাছ কাটার ঘটনাতে তোলপাড় পরিস্থিতি তৈরি হতেই অবৈধ কাঠ চেরাই মিলগুলিতে অভিযান। বুধবার পুলিশের সাহায্যে চন্দ্রকোণা রেঞ্জের আধিকারিক তমাল কুমার মুখার্জীর নেতৃত্বে অভিযান চালায় বনকর্মীরা।

নিজস্ব চিত্র

Illegal Wood

ক্রেন দিয়ে চেরাই মেশিন তুলে নিয়ে আসা হয় বন দফতরে। মিল মালিককে ধরানো হয়েছে আইনি নোটিশ। বন দফতর থেকে জানা গিয়েছে, সাতবাঁকুড়াতে এক ব্যক্তি অবৈধ ভাবে কাঠ চেরাই মিল চালাচ্ছিলেন। এর আগে দু’বার সিল করার পর আদালতে মামলা হয়েছিল। বনদফতরকে বেগ পেতে হয়েছিল সিল করার পরে। তাই আদালতের রায়ে বুধবার দুপুরে অভিযান চালায় বন দফতর।

আরও পড়ুন : রাজ্য সরকারের প্রায় তিন কোটি টাকা বিশেষ বরাদ্দ পেল ঘাটাল পুরসভা

আরও পড়ুন : কয়েকবছরে অনেকটাই বদলেছে বীরসিংহ! সাড়ে ১১ কোটি টাকার ২০ টি প্রকল্পের শিলান্যাস আগস্ট মাসে

তবে এবার আর সিল নয়, মেশিন তুলে নিয়ে আনা শুরু হয়েছে। মেদিনীপুর বনবিভাগের এডিএফও শুভাষীস ঘোষ জানিয়েছেন, “ওই মিলটির কোনো অনুমোদন ছিল না। এর আগে সিল করা হয়েছিল। এদিন আদালতের রায়ে মেশিনটি তুলে আনা হয়েছে। চন্দ্রকোণাতে এরকম দুটি মিলে মেশিন তুলে আনা হয়েছে। আনন্দপুরে একটি মিল সিল করা হয়েছে। লাগাতার অভিযান চলবে।”

আরও পড়ুন : ব্রিটিশ আমলের বাণিজ্য নগরী খড়ার শহরের রমরমা কাঁসা -পিতল শিল্প এখন বিলুপ্ত

আরও পড়ুন : কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দুই যুবকের ফাঁসি ও এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.