0
পত্রিকা প্রতিনিধি : ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দাঁতনের তুরকা তে।পুড়ে ছাই হয়ে গেল দাঁতন ২ ব্লকের তুরকা বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি।স্থানীয় সুত্রে খবর,সকাল ১০ টা নাগাদ ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় মানুষজন।খবর দেওয়া হয় দাঁতন থানায়।দাঁতন থানার পুলিশ ও স্থানীয় দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।যদিও পুড়ে ছাই হয়ে গিয়েছে ব্যাঙ্কের বহু গুরুত্বপূর্ণ নথি।সুত্রের খবর শনিবার বন্ধের দিনই এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক সুত্রে মনে করা হচ্ছে।খবর পাওয়ার পর ব্যাঙ্কের কর্মীরা ঘটনাস্থলে আসেন।বাকি নথি উদ্ধার করার চেষ্টা শুরু করেছে কর্মীরা।তবে কি কারণে আগুন তা নিয়ে তদন্তে পুলিশ।