ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: চাকরি পেতে বাবা বদল! ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। আরও কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে। ধৃত ওই মহিলার নাম সুনিতা দাস (২৭)। বাড়ি গুড়গুড়িপাল থানার খয়েরুল্লাচক এলাকায়। সোমবার তাকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকার মৃত এনভিএফ কর্মীকে বাবা সাজিয়ে তাঁর নথি দেখিয়ে চাকরি হাতানোর চেষ্টা। ২০২২ সালে ওই জাল নথি দিয়ে নদীয়ার কল্যাণীতে এনভিএফ-এর ট্রেনিংয়ে যোগ দেয় সুনিতা। বেতনও পেয়েছেন তিনি। নথি জাল করে চাকরির বিষয়টি প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খয়েরুল্লাচকের বাসিন্দা সুনিতা দাসের বাবার নাম সুনীল কুমার দাস।
অথচ খেজুরি এলাকার মৃত এনভিএফ কর্মী সুনীল কুমার দাস-এর জাল শংসাপত্র দেখিয়ে চাকরি পেয়ে যায় সুনিতা। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, এর আগেও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় চাকরি হাতাতে মৃত এনভিএফ কর্মীকে বাবা সাজানোর ঘটনা ঘটেছে। ফলে জাল নথি দিয়ে এনভিএফ-এর চাকরি পাওয়ার পেছনে কোন চক্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃত ওই মহিলাকে আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।