0
পত্রিকা প্রতিনিধি :গাড়ির উপর হাতির হামলা আতঙ্ক ছড়ালো গড় শালবনি এলাকায় । কয়েকদিনধরে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় হাতির হামলা অব্যাহত রয়েছে।কখনো বাড়িতে ঢুকে কখনো রাইস মিলে ঢুকে হাতি ধান ও চাল খেয়ে পালিয়ে যাচ্ছে।কিন্তু বৃহস্পতিবার বিকালে ঝাড়গ্রাম থানার ঝাড়গ্রাম লোধাশুলি রাস্তার মাঝে ৫ নম্বর রাজ্য সড়কের উপর গড়শালবনি এলাকায় যেভাবে একটি গাড়িকে ঘিরে একটি হাতি হামলা চালাচ্ছে তা দেখে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।এই বিরল ঘটনা দেখতে ভিড় জমিয়েছে মানুষেরা।