ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিদ্যুতের মাশুল কমানো সহ একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমারস অ্যসোসিয়েশন (ABECA) পশ্চিম মেদিনীপুর জেলার (উত্তর) বিজয়ার প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের স্টেশন সংলগ্ন একটি হলে। শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ দাস, পশ্চিম মেদিনীপুর জেলা কনভেনর চণ্ডীচরণ হাজরা প্রমুখ। গ্রাহকদের বিভিন্ন সমস্যা, বিদ্যুৎ বিল 2022 বাতিল, বিপুল বর্ধিত বিল থেকে 50 শতাংশ কমানো সহ নানান বিষয়ে মতবিনিময় ও আন্দোলনের রূপরেখা নিয়ে চর্চা হয়।
সুব্রত বিশ্বাস বলেন, “সভ্যতার সম্পদ বিদ্যুৎ ব্যবস্থাকে সম্পূর্ণ কর্পোরেটদের মুনাফার মৃগয়া ক্ষেত্রে পরিণত করার কেন্দ্রীয় সরকারের দানবীয় বিলের বিরুদ্ধে দেশব্যাপী গ্রাহক আন্দোলন শুরু হয়েছে। গড়ে উঠেছে অল ইন্ডিয়া গ্রাহক সংগঠন। রাজ্যে রাজ্যে শুরু হয়েছে প্রতিরোধ আন্দোলন। সম্প্রতি আসামে প্রিপেড স্মার্ট মিটারের ভয়াবহ লুন্ঠনের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ আন্দোলন কিংবা পণ্ডীচেরীতে বেসরকারিকরণের বিরুদ্ধে কর্মচারীদের অদম্য লড়াই জানান দিচ্ছে বিদ্যুতের অধিকার রক্ষায় দেশব্যাপী গ্রাহক সমাজ এককাট্টা হবেনই।”
আগামী বছরের 8-9 এপ্রিল মধ্যপ্রদেশে সর্বভারতীয় গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে 50 শতাংশ দাম কমানোর দাবিতে এ রাজ্যে আন্দোলন চলছে। চণ্ডীচরণ হাজরা বলেন, আগামী 9 নভেম্বর জেলার বিদ্যুৎ দপ্তরে গ্রাহকদের বিক্ষোভ ডেপুটেশন হবে। বিদ্যুতের দাম কমানো সহ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সরবরাহ না করে পোল লাগানো, দপ্তরের গাফিলাতিতে রক্ষনাবেক্ষনের অভাবে মানুষের মৃত্যু মিছিল চলছে-তা বন্ধ করা, ভুতুড়ে বিল বন্ধ, খারাপ মিটার পরিবর্তন করা, গ্রাহকদের হয়রানি বন্ধ করা সহ নানান দাবিতে।