Home » Electric shock : বাবার শ্রাদ্ধের দিনে মর্মান্তিক মৃত্যু ছেলের

Electric shock : বাবার শ্রাদ্ধের দিনে মর্মান্তিক মৃত্যু ছেলের

by Biplabi Sabyasachi
0 comment

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের দেউলী গ্রামের বাসিন্দা মধুসূদন মাইতি গত 15 দিন আগে দীর্ঘ-রোগ ভোগের পর মারা যান | শোকগ্রস্ত পরিবারে গতকাল চলছিল শ্রাদ্ধা অনুষ্ঠানে ক্রিয়াকর্ম। ক্রিয়া-কর্মের শেষ লগ্নে হঠাৎ চিৎকার চেঁচামেচি, তা শুনে বয়স্ক ভদ্রলোক সনাতন মাইতি দেখেন বিদ্যুতের তার ধরে ঝুলছে পাড়ার এক যুবক তারপরেই মাটিতে পড়ে অজ্ঞান হলো ঐ যুবক। সনাতনবাবু বিদ্যুতের জাম্পার ফেলানোর কথা বলে চিৎকার শুরু করেন। অজ্ঞান হয়ে যাওয়া ওই যুবককে তুলতে গিয়ে দেখেন আরো এক ব্যক্তি মাটিতে পড়ে আছে, তার মাথা ফেটে রক্তে ভিজে যাচ্ছে রাস্তা। তা দেখেই সনাতনবাবু জ্ঞান হারান।কিছু সময়ের জন্য পাড়া-প্রতিবেশীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে |

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : দেড় মাস ধরে জলবন্দি ঘাটাল! কেন্দ্রকে দুষলেন মমতা

পরে পাড়া-প্রতিবেশীরা বিদ্যুৎপৃষ্ট ওই দুজনকে ময়না হসপিটালে নিয়ে গেলে প্রয়াত মধুসূদন মাইতির ছেলে রাখাল মাইতিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অপর বিদ্যুৎপৃষ্ট যুবককে ময়না হসপিটাল থেকে তমলুক হসপিটালে স্থানান্তর করা হয়।

জানা গিয়েছে গতকাল প্রয়াত মধুসূদন মাইতি শ্রদ্ধাঅনুষ্ঠানে ক্রিয়াকর্মের শেষ লগ্নে জল দেওয়ার টুলু পাম্পের তার গোটাচ্ছিলেন তার ছেলে রাখাল মাইতি। হঠাৎ তিনি বিদ্যুৎপৃষ্ট হন।

রাখাল মাইতিকে বিদ্যুৎ মুক্ত করতে গিয়ে আরও এক পাড়ার যুবক বিদ্যুৎপৃষ্ট হন। রাখাল মাইতি স্ত্রী দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। বয়স্ক মা এবং নবম শ্রেণীর এক ছেলে এখন অসহায়। বাবার শ্রদ্ধা অনুষ্ঠানের রাখাল মাইতির আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র রোজগে ব্যক্তির মৃত্যুতে নৈছনপুর এক অঞ্চলের প্রধান সবিতা সিংহ পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Electric shock

Biplabi Sabyasachi Largest Bengali Newspape

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.