Home » গবেষণায় বাজিমাত, জাতীয় স্তরে নয়া রেকর্ড গড়ল মেদিনীপুর কলেজ

গবেষণায় বাজিমাত, জাতীয় স্তরে নয়া রেকর্ড গড়ল মেদিনীপুর কলেজ

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore College

আরও পড়ুন ঃনেচার ইনডেক্স গবেষণার তালিকায় ভারতে সেরা দশে IIT খড়্গপুর, ৬৮ তম স্থানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

পত্রিকা প্রতিনিধি: ২০২১ সালে গবেষণার ক্ষেত্রে ভারতের সেরা কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করেছে নেচার ইনডেক্স (Nature Index)। সারা দেশে ২৬১ টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে এই তালিকায়। এরই মধ্যে জায়গা করে নিয়েছে মেদিনীপুর কলেজ (স্বশাসিত) (Midnapore College)। এই কলেজের স্থান রয়েছে ১৩২ নম্বরে।


শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা ও জাতীয় মানদন্ডের উপর নির্ভরকরে ৮২ টি উচ্চমানের বিজ্ঞান জার্নালের (Science Journal) উপর ভিত্তি করে প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে নেচার ইনডেক্স (Nature Index)। এই তালিকায় সেরা ১০০ এর মধ্যে রয়েছে রাজ্যের ৯ টি বিশ্ববিদ্যালয় (University)। ২০২১ এর র‌্যাঙ্কিং অনুসারে আই আই টি (খড়্গপুর),যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়,কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় (প্রযুক্তি) যথাক্রমে ১০ তম ,২২ তম, ২৩ তম, ২৫ তম, ৪৪ তম, ৪৯ তম, ৬১ তম, ৬৮ তম ও ৭৪ তম ।

Advertisement
Advertisement

কিছুদিন আগেই গবেষণার কাজে আন্তজার্তিক স্তরে জায়গা করে নিয়েছিলেন মেদিনীপুর কলেজের ৭ জন অধ্যাপক।বিশ্ব বিজ্ঞানী র‌্যাঙ্কিং ২০২১ এর তালিকায় সাফল্য পায় এই কলেজ । তারই সাতদিন কাটতে না কাটতেই মেদিনীপুর কলেজের মুকুটে জুড়ল নয়া পালক।কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা জানান, “এটা কলেজের বড় সাফল্য।সকল অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক, গবেষকদের জানাই অভিনন্দন। জাতীয় স্তরে কলেজের ফলাফল খুবই প্রশংসিত।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore College

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.