Home » লকডাউনে স্বামীর কাজ বন্ধ,শক্ত হাতে সংসার চালাতে টোটো চালকের ভূমিকায় স্ত্রী

লকডাউনে স্বামীর কাজ বন্ধ,শক্ত হাতে সংসার চালাতে টোটো চালকের ভূমিকায় স্ত্রী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : লকডাউন এ কাজ হারিয়েছেন স্বামী। অসহায় পরিবারকে তাই সাহারা দিতে টোটো চালকের ভূমিকায় স্ত্রী নিয়তি বর্মন। আর পাঁচটা ধরনের থেকে একটু আলাদা জীবনযাপন। নন্দকুমার থানার বরগোদার গোদা এলাকার বাসিন্দা। স্বামী অরুণ কুমার বর্মন পেশায় ভ্যান চালক। তিন মেয়ে ও শাশুড়ি মাকে নিয়ে ছোট্ট এক চিলতে কুড়ে বাড়িতেই অভাবের সংসার। এমন পরিস্থিতি সামাল দিতে অন্যের বাড়িতে কাজ করতে হত নিয়তিকে। এরপর আবার লকডাউন এর খাড়া চরম বিপদ ডেকে আনে নন্দকুমারের এই বর্মন পরিবারে। এমনিতেই বড় মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয় একটি স্কুলে বাকি দুই মেয়ে ও নবম ও ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। কাজেই সংসারের হাল সামলে তিন মেয়ের পড়াশোনার খরচ সামলানো কম কিছু নয়। এমন অবস্থায় তাই পরিস্থিতি সামাল দিতে টোটো চালকের কাজ নিয়েছেন নিয়তিদেবী। প্রতিদিনই তাই এখন ভোর থেকে উঠে সংসারের কাজ সামলানোর পর সাড়ে ছটায় টোটো নিয়ে বেরিয়ে পড়া। দুপুরে খাবার সময় একটু খেয়েদেয়ে একটু জিরিয়ে নেওয়া। তারপর আবার সেই টোটো নিয়েই সন্ধ্যা পর্যন্ত যাত্রী পরিবহন। ঠেকুয়া পুরশাঘাট থেকে শুরু করে একেবারে তমলুক নিমতৌড়ি জেলাশাসকের দপ্তর। এখন এই রুটে দাপিয়ে টোটো চালাচ্ছেন নিয়তি দেবী। আর তা থেকেই প্রতিদিন যা আয় হয়, ব্যাংকের ঋণ পরিশোধ করে সংসারের খরচ যোগান দেওয়া। সংসারের কথা ভেবে হাসিমুখেই তা মেনে নিয়েছেন নিয়তি। তিনি জানান, অভাবের সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ নিয়েছিলাম পরিচালিকার। কিন্তু তাতেও সামাল দেওয়া যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে বছর দুয়েক আগেই একমাত্র ভাগনাকে স্বনির্ভর করে তুলতে ব্যাংকের ঋণ নিয়ে নতুন একটি টোটো কেনা হয়। কিন্তু কিছুদিন পরেই ভাগ্না উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরে যায় সেই উদ্দেশ্য সফল হয়নি। অগত্যা তাই নিজেই ব্যাংকের ঋণ শোধ করার জন্য টোটো চালাতে শুরু করি। তাই আজ রোদে জলে পুড়ে কষ্ট হলেও ব্যাংকের ঋণ শোধ করে সংসার চালিয়ে অনেকটাই খুশিতে আছি। তিনি বলেন, অত্যন্ত মিশুকে স্বভাবের নিয়তি দেবী। তবে এ বিষয়ে এক মহিলা যাত্রী বলেন-“প্রথম প্রথম ভয় হতো।কারন চালকের ভূমিকায় একজন মহিলা।এখন ওনার টোটোর নিত‍্য যাত্রী।” তবে নিয়তি দেবীর এইভাবে সংগ্রামকে বাহবা দিচ্ছেন স্থানীয় ব‍্যবসায়ী থেকে নিত‍্য যাত্রী সকলেই।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.