0
পত্রিকা প্রতিনিধি : মদ্যপ অবস্থায় স্ত্রীকে পিটিয়ে মারল স্বামী, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার সারবেরা গ্রামের। পুলিশ জানায় মৃত মহিলার নাম টুসু টুডু,বয়স আনুমানিক ৩৬ বছর, পরিবার সূত্রে জানা যায় ৭ মাস আগে বিয়ে হয় সনাতন মান্ডির সাথে,শুধু তাই নয় আরও জান যায় প্রায় দিনই অশান্তি ক্ষত স্বামী-স্ত্রীর মধ্যে, শনিবার তার চরম সীমায় পৌঁছলে স্বামীর আঘাতে মৃত্যু হয় স্ত্রী, এমনটাই অভিযোগ পরিবারের তরফ থেকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং আটক করা হয় স্বামী সনাতন মান্ডিকে,এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।