Home » বাড়ছে করোনা ! পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একদিনেই আক্রান্ত ৮০৪ , সুস্থ ৪৫৫ মৃত ৪

বাড়ছে করোনা ! পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একদিনেই আক্রান্ত ৮০৪ , সুস্থ ৪৫৫ মৃত ৪

by Biplabi Sabyasachi
0 comments

Covid Growing

আরও পড়ুন ঃহলদিয়ায় রোগী মৃত্যু ঘিরে হাসপাতাল ভাঙচুর , গ্রেপ্তার ২

আরও পড়ুন ঃসবংয়ে বিস্ফোরনে উড়ে গেল তৃণমূল নেতার পোলট্রি ফার্ম , তদন্তে পুলিশ

পত্রিকা প্রতিনিধিঃ দেশে মারাত্মকভাবে ছড়িয়ে পরা করোনার হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। যার মধ্যে অন্যতম  জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের জোগান বাড়ানো। প্রতিদিন দ্বিগুণ সংখ্যায় এই ইন্ট্রাভেনাস ইঞ্জেকশ তৈরির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 

তবে এরাজ‍্যে ১৬  হাজারের গণ্ডি ছাড়িয়ে ১৭ হাজারের দোরগোড়ায় গেল রাজ্যে দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘম্টায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৮৭৮ জন। এই সময়ের ব্যবধানে পশ্চিম   মেদিনীপুরে সংক্রমিতের সংখ্যা  ২৬১ , পূর্ব মেদিনীপুরে ৫৪৩ ও ঝাড়গ্রামে ৭৪ জন। তাছাড়া পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হয়েছে ৪ জনের। এদিকে গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে সুস্থ হয়েছে ৪৯০ জন ।

প্রসঙ্গত, করোনা চিকিত্সায় রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহার রুখতে পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, শুধুমাত্র অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই এই ইঞ্জেকশন দিতে হবে। কোনও রোগীকে রেমডিসিভির দেওয়া হলে, তাঁকে কোন কোন পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণে রাখতে হবে তারও নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। করোনা চিকিত্সায় রেমডিসিভিরের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে বলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid Growing

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.