পত্রিকা প্রতিনিধি: প্রতিদিন বেড়েই চলেছে করোনা সংক্রামিতের সংখ্যা। রীতিমতো মাথায় হাত প্রশাসনের। এমতাবস্থায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৬৯৬ জন । এরমধ্যে পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ৭১৩ , পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ৮১২ ও ঝাড়গ্রামে ১৭১ জন । তবে করোনা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে সুস্থতার হারও। ইতিমধ্যে দুই মেদিনীপুরে করোনা সুস্থ হয়েছেন ১৫০৩ ও ঝাড়গ্রামে সুস্থ হয়েছেন ১৫২ জন, পূর্ব -পশ্চিম মেদিনীপুর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৫ বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।
স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা, এক বছরে করোনা ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য বদলেছে। বিদেশ থেকে নতুন ‘স্ট্রেন’ আসার পাশাপাশি মহারাষ্ট্রেও নতুন ‘দেশজ স্ট্রেন’ পাওয়া গিয়েছে। যার সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এই নতুন স্ট্রেন ছড়িয়ে পড়লে, ফের সারা দেশে লকডাউন করার মতো পরিস্থিতি তৈরি হবে। তাই দেরি না-করে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠিয়ে একাধিক পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র, দৈনিক পরীক্ষার সংখ্যা বৃদ্ধির কথা যেমন সেখানে বলা হয়েছে, তেমনই জোর দেওয়া হয়েছে কড়াকড়ি মানার বিষয়ে। বিশেষত যে সমস্ত জেলায় সংক্রমণের হার বেশি, সেখানে কনটেনমেন্ট জ়োনে কড়া নজরদারি ও পরীক্ষা চালাতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে যে সব জেলায় মৃত্যুহার বেশি, সেখানে নজর রাখতে হবে সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর উপরেও।