Recruitment for covid patient, medinipur recruitment , Recruitment notice, medinipur recruitment , medinipur news
পত্রিকা প্রতিনিধি: করোনা জয়ী’দের জন্য কাজের বিজ্ঞপ্তি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের, ১ লা সেপ্টেম্বর অবধি আবেদনের সুযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কোভিড বিজয়ীদের নিয়ে গড়ে তোলা হবে “কোভিড ১৯ ওয়ারিয়র ক্লাব”, আর সেই ক্লাবের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। ইতিমধ্যে, রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা’তেও গত ১৫ ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন জেলা প্রশাসনের আনুষ্ঠানিক মঞ্চ থেকে ৬ জন কোভিড বিজয়ী’র হাতে তুলে দেওয়া হয়েছিল নিয়োগপত্র। medinipur news
আরও পড়ুন- টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঘাটালে, নামানো হল সরকারি নৌকা
এবার, সেই প্রক্রিয়া’কেই সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে স্বীকৃতি দেওয়া হল এবং নির্বিশেষে জেলার সকল করোনা জয়ী বা কোভিড ১৯ বিজয়ী’দের আবেদনের সুযোগ করে দেওয়া হল। গতকাল (২৬ আগস্ট), বিকেলে জেলাশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটেও (www.paschimmedinipur.gov.in) এই বিজ্ঞপ্তি এবং আবেদনের ফর্ম’টি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- টানা বর্ষণে সুবর্নরেখা এবং ডুলুং নদীর জল বেড়ে প্লাবিত সাকরাইলের বহু এলাকা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফর্মটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, ১ লা সেপ্টেম্বরের মধ্যে, প্রার্থী যে এলাকার বাসিন্দা, সেই এলাকার বিডিও অফিস বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে অথবা মহকুমাশাসকের কার্যালয়ে জমা করতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রাথমিক ভাবে দু’মাসের জন্য এই নিয়োগ। প্রতিমাসে ১৫০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন- মেদিনীপুর জেলা পরিষদের ৩ কর্মী সহ শহরে মোট আক্রান্ত ১১, খড়গপুরের ৮ জন সহ জেলায় ৬৩
এও জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড জয়ীদের স্বেচ্ছাসেবক হিসেবে করোনা হাসপাতাল বা সেফ হোমে, করোনা রোগীদের পরিষেবায় বিভিন্ন কাজ বা সহযোগিতা করতে হবে। পুনরায় আক্রান্ত সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই সংশ্লিষ্ট আবেদনকারীকে এই বিষয়টি জেনেই আবেদন করার কথা বলা হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi